।। প্রথম কলকাতা ।।
Chennai Super Kings: এবারের আইপিএল টুর্নামেন্টেই সম্ভবত শেষবার দেখতে পাওয়া যাবে মহেন্দ্র সিং ধোনিকে। ধোনির পর চেন্নাই সুপার কিংসের দায়িত্বভার কার কাঁধে উঠবে তাই নিয়ে আলোচনার শেষ নেই। এই নিয়ে অনেকেই অনেকরকম মতামত দিচ্ছেন। কেউ বলছেন ঋতুরাজ গায়কোয়াড় তো আবার কেউ বলছেন রবীন্দ্র জাদেজা! এবার সেই প্রসঙ্গে এলো ঋসভ পন্থের নাম। শোনা যাচ্ছে সিএসকে ব্রিগেডে একমাত্র পন্থই হতে পারেন মহেন্দ্র সিং ধোনির যোগ্য উত্তরসূরী। এমনটা মনে করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত। যদিও এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসাবে রয়েছেন ঋষভ পন্থ। আসন্ন আইপিএলে কামব্যাক করতে পারেন তিনি।
একটা সময় আসে যখন সকলকেই নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হয়। মহেন্দ্র সিং ধোনিও তার ব্যতিক্রম নয়। জাতীয় দলে উত্তরসূরীদের হাতে দায়িত্বভার তুলে দিয়ে নিঃশব্দে বিদায় নিয়েছেন। একইভাবে একদিন সিএসকের হলুদ জার্সি শরীর থেকে নামিয়ে ২২ গজকে পুরোপুরিভাবে আলবিদা জানাবেন ক্যাপ্টেন কুল। জাতীয় দলের পাশাপাশি চেন্নাই সুপার কিংসকে দুভাত ভরে সাফল্য এনে দিয়েছেন ধোনি। তাঁর নেতৃত্বেই পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। ৪২ বছর বয়সেও ধোনি যে এই দলটার প্রাণভ্রমরা, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। তবে ২০২৫ আইপিএল মরশুমে মহেন্দ্র সিং ধোনি কি আদৌ খেলবেন, তা নিয়ে ইতিমধ্যেই বিস্তর জল্পনা শুরু হয়ে গিয়েছে। যদি না খেলেন তবে ধোনির আবেগের সিএসকের দায়িত্ব নেবেন কে? এই নিয়ে সমর্থকদের মধ্যে চলছে আলোচনা।
সম্প্রতি এই প্রসঙ্গে বাংলার প্রাক্তন অধিনায়ক দীপ দাশগুপ্ত এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে বলেছেন, ঋষভ পন্থকে ২০২৫ সালের আইপিএল-এর জন্য চেন্নাই সুপার কিংস দলে নিলে আমি অন্তত অবাক হব না। তিনি আরও বলেন, এমএস ধোনি ও পন্থ একে অপরের খুবই কাছের। ধোনিকেই আইডল মনে করে পন্থ। ঠিক তেমনভাবেই ধোনিও ঋষভ পন্থকে খুবই ভালোবাসেন। তাছাড়া পন্থ কিন্তু ধোনির মতোই ক্রিকেট নিয়ে ভাবনাচিন্তা করে। ও ধোনির মতোই আগ্রাসী, ইতিবাচক মানসিকতার এবং সবসময় জেতার জন্যই মাঠে নামে। তাই পন্থ যদি সিএসকে-তে ধোনির বিকল্প হয়, তাহলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না।
সম্প্রতি, কলকাতায় সৌরভ ও পন্টিংয়ের তত্ত্বাবধানে আয়োজিত দিল্লি ক্যাপিটালস দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন পন্থ। গত বছর ডিসেম্বর মাসে পন্থ ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে শেষবার খেলেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে মীরপুর টেস্টের পর তাঁকে আর ২২ গজের লড়াইয়ে দেখতে পাওয়া যায়নি। এরপর ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে মাঠের বাইরে চলে যান। নিজেকে তাড়াতাড়ি সুস্থ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পন্থ। পুনর্জন্ম পেয়ে ক্রিকেটে ফের কামব্যাক করতে চাইছেন ভারতের তরুণ এই তারকা। বহুদিন পর মাঠে ফিরলেও আদেও কি তিনি সেই ফর্মে ফিরতে পারবেন সেটাই এখন দেখার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম