ধনতেরাস ২০২০, কোন রাশিতে কোন ধাতু কিনবেন জানুন

।। প্রথম কলকাতা ।।
সরা ভারতবর্ষজুড়ে ধনতেরাসের দিন ধন দেবীর আরাধনা করা হয়। শাস্ত্রমতে বলা হয় এই উপলক্ষে নিজের সক্ষমতা অনুযায়ী যে কোন ধাতু কেনাতেই মঙ্গল হতে পারে।
প্রচলিত রয়েছে ধান তরাসে মূল্যবান ধাতু তে আকৃষ্ট হয়ে মা লক্ষি সং গৃহস্থের বাড়িতে পদার্পণ করেন।
পন্ডিত জ্যোতিষ শাস্ত্র মতে বলা হয়েছে রাশি অনুযায়ী বিভিন্ন ধাতু কেনা ঠিক হবে। তবেই বাড়বে সমৃদ্ধি।
ধনতেরাস ২০২০ রাশি অনুযায়ী কি কি ধাতু কেনা উচিত জানুন বিস্তারিত
মেষ রাশি
মেষ রাশির ক্ষেত্রে সময়টা একটু বিচলিত করবে। ধান তরাসে সামান্য ওজনের সোনা কিনলেই চলবে।
বৃষ রাশি
বৃষ রাশির ক্ষেত্রে এই সময়টা শুভ। সোনার কয়েন বা রুপোর কয়েন কিনতে পারেন।
মিথুন রাশি
মিথুন রাশির ক্ষেত্রে সময়টা ভালো। অল্প ওজনের সোনা কেনা যেতে পারে। রুপো কিনতে পারেন
কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকারা ধান তরাসে পিতল কিনুন।
কন্যা রাশি
কন্যা রাশির ক্ষেত্রে সোনার কয়েন কিনুন এবং ঘরের লক্ষ্মী ঠাকুরের পায়ের সামনে রাখুন।
সিংহ রাশি
হলুদ ধাতু কিনুন অর্থাৎ সোনা বা পিতল কিনুন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা কিনুন পিতল
তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকারা কিনুন সোনা বা রুপোর কয়েন।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকা কিনুন রুপোর কয়েন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকারা কিনুন পিতল
মকর রাশি
মকর রাশির ক্ষেত্রে ধনতেরাসের দিন কেনা উচিত রুপোর কয়েন। সেই কয়েন লক্ষ্মী ঠাকুরের পায়ের কাছে রাখতে হবে।
মীন রাশি
রুপোর কয়েন বা রুপোর কোন জিনিস কিনুন।