।। প্রথম কলকাতা ।।
কিন্তু তিনি দুটি জিনিসের জন্য বিখ্যাত। একটি তাঁর নাচ, অপরটি তাঁর অ্যাফরো হেয়ার স্টাইল। নয় তাঁর রিলের মাধ্যমে বিভিন্ন দেশের কালচারকে একত্রিত করেছেন। আর এইবার সেই তালিকায় জুড়েছেন ভারতবর্ষকে। মাথা খাটিয়ে এত সুন্দর ছোট্ট রিল তৈরি করে সকলকে চমকে দিচ্ছেন।
আমেরিকা, দুবাই, ইন্দোনেশিয়া, ভারত, নাইজেরিয়া সহ বিভিন্ন জায়গায় তিনি ইতিমধ্যেই গিয়েছেন রিল বানিয়েছেন। সেখানকার মানুষদের সঙ্গে নাচের অংশ নেন। ভারতে এসে শাহরুখ খানের বাড়ি মানতের সামনে ছাম্মাক ছাল্লো গানে ডান্স করেছেন। আবার রাস্তায় যেতে যেতে ছোট ছোট বাচ্চাদের কোলে তুলে নিয়েছেন। কখনো আবার মহিলারা যখন গল্প করছেন তাদের মাঝে গিয়ে কোমর দুলিয়ে এসেছেন। আবার ধরুন একটি গাছের তলায় কয়েকটি ছেলে বসে আড্ডা দিচ্ছে সরাসরি আড্ডা স্থলে গিয়ে একটা রিল বানিয়ে নিলেন।
আর তাঁর এইসব ভিডিও সামনে আসতেই মুগ্ধ হচ্ছেন নেট নাগরিকরা। ইন্ডিয়ান কালচারকে ডান্সের মধ্য দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন নোয়েল। ভারতের রাস্তায়, ট্রেনের মধ্যে বিভিন্ন জায়গায় তাঁকে রিল বানাতে দেখা গিয়েছে। কি প্রাণবন্ত তাঁর ডান্সের স্টেপ থেকে এক্সপ্রেশন। অনেকেই বলছেন রবিনসন যেন ঝড়ের গতিতে ভারতের ছোট ছোট কালচারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যদিও তাঁকে দেখে সকলেই প্রথমে চমকেই যান।
আর এবার তো নোয়ের সঙ্গে নাচ করে ফেললেন এক পুলিশ কর্মী। সেই ভিডিওঝড়ের গতিতে ভাইরাল। নয়েল হঠাৎ পুলিশকর্মীর হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেন।
হঠাৎ তার সামনে নাড়তে শুরু করে দেন। প্রথমে পুলিশ কর্মী অবাক হলেও পরে বুঝতে পারেন তার সামনে ক্যামেরা আছে। এরপর এই পুলিশ কর্মী তৎক্ষণাৎ নোয়েলের সঙ্গে নাচতে শুরু করে দেন।ব্যাস তারপর সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিডিওটি নাকি তোলা হয়েছে মুম্বাইয়ের রাস্তায়।
বর্তমানে ৮ থেকে ৮০ সকলেই মেতেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ট্রেনডের প্রতিযোগিতায়। রিল বানানোর চক্করে অনেকেই যা পারছেন তাই করছেন। কারণ স্বল্পদৈর্ঘ্যের রিল ভিডিওর মাধ্যমে আসবে লাখ লাখ ফলোয়ার লাইক। আসবে রাতারাতি জনপ্রিয়তা। ভাইরালের নেশায় বুঁদ যুব সমাজ। মেট্রো থেকে ট্রেন ব্যস্ত রাস্তা কোন কিছুই রিলের আওতা থেকে বাদ থাকছে না। তবে নোয়েল রবিনসন লুকানো প্রতিভা এবং সৃজনশীলতা ইন্ডিয়ান কালচারের সঙ্গে খুব সুন্দর ভাবে তুলে ধরলেন। তাতে মুগ্ধ নেট পারা। রিল মানেই যে খারাপ নয় তা যেন সুন্দরভাবে প্রমাণ করে দিলেন আমেরিকান টিকটকার ভারতে এসে নোয়েল রবিনসন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম