Prothom Kolkata

Popular Bangla News Website

“ক্রিকেট ভদ্রলোকের খেলা, বর্ণ বৈষম্যের কোনও জায়গা নেই” মন্তব্য রাজীব শুক্লার

1 min read

।। প্রথম কলকাতা ।।

সিডনিতে(Sydney) বর্ণ বৈষম্যের শিকার হয়েছেন ভারতীয় দলের দুই পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ৷ জানা যায়, এক দল মদ্যপ অস্ট্রেলীয় সমর্থকের বিরুদ্ধে ভারতের দুই পেসারকে বর্ণবিদ্বেষী মন্তব্য ও অশ্রাব্য গালিগালাজ করার অভিযোগ উঠেছে৷ শনিবার সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া চলতি টেস্টের তৃতীয় দিনের শেষে এই ঘটনার তীব্র নিন্দা করলেন বিসিসিআই(BCCI)-এর সহ সভাপতি রাজীব শুক্লা(Rajib Shukla)৷


সংবাদ সংস্থা এএনআই(ANI)-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা ঘটনার ব্যাপারে জানতে পেরেছি৷ ক্রিকেট ভদ্রলোকের খেলা৷ এখানে বর্ণ বৈষম্যের জায়গা নেই৷ টিম ম্যানেজমেন্ট বিষয়টা দেখছে৷

বিসিসিআই ও আইসিসি জানে কী ঘটেছে৷ আইসিসি-র নিয়ম ও বিধান রয়েছে যেখানে কেউ বর্ণবিদ্বেষী কোনও মন্তব্য করলে তাঁকে নিষিদ্ধ করা যায়৷ এর পরেও যদি কেউ এমনটা করে, তাহলে আমার মনে হয়, অস্ট্রেলিয়ার আদালতের উচিত এই বিষয় অবগত হয়ে প্রতিরোধ করা৷ বর্ণ বৈষম্য কখনই মেনে নেওয়া যায় না৷ আমার মনে হয় প্রতিটি ক্রিকেট বোর্ড কড়া পদক্ষেপ নিক, যাতে ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি আর না হয়৷”


বিসিসিআই-এর পক্ষ থেকে আইসিসি (ICC)-র ম্যাচ রেফারি ডেভিড বুনকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ জানা যাচ্ছে দ্বিতীয় দিনেও একই ঘটনা ঘটেছিল৷ এদিন খেলার শেষে অজিঙ্কা রাহানে, আর অশ্বিনের মতো সিনিয়র ক্রিকেটাররা দুই অনফিল্ড আম্পায়ার পল রেফেল ও পল উইলসনের সঙ্গে কথা বলে জানান যে, দলের দুই ক্রিকেটারকে বর্ণবিদ্বেষী মন্তব্যের পাশাপাশি অশ্রাব্য গালিগালাজও করা হয়েছে৷ এরপর এই নিয়ে আম্পায়ার, নিরাপত্তা আধিকারিক ও দলের সিনিয়র ক্রিকেটারদের মিনিট পাঁচেক কথাও হয়৷