Apple: ‘ভারতজুড়ে বিনিয়োগের জন্য প্রতিশ্রুতিবদ্ধ,’ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বললেন অ্যাপলের সিইও টিম কুক

।। প্রথম কলকাতা ।।

 

Apple: গত মঙ্গলবার মুম্বাইতে অ্যাপলের (Apple) প্রথম ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করেছেন সিইও টিম কুক (Tim Cook)। ঠিক তার একদিন পরেই বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করেন অ্যাপল সিইও। একটি টুইটার পোস্টে, অ্যাপলের প্রধান বলেছেন যে তার কোম্পানি সারা দেশে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

কুক টুইট করে লিখেছেন, “উষ্ণ অভ্যর্থনার জন্য প্রধানমন্ত্রী @narendramodi আপনাকে ধন্যবাদ। ভারতের ভবিষ্যত-শিক্ষা এবং বিকাশকারী থেকে উৎপাদন এবং পরিবেশে প্রযুক্তি যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে সে সম্পর্কে আমরা আপনার দৃষ্টিভঙ্গি শেয়ার করি, আমরা দেশ জুড়ে বৃদ্ধি এবং বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

 

অন্যদিকে টুইট বার্তায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি টিম কুকের সাথে দেখা করে আনন্দিত। টুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “আপনার সঙ্গে দেখা করে এক পরম আনন্দ, @tim_cook! বিভিন্ন বিষয়ে মতামত বিনিময় করতে এবং ভারতে প্রযুক্তি-চালিত রূপান্তরগুলি হাইলাইট করতে পেরে আনন্দিত।”

 

ভারত সফরের দ্বিতীয় ধাপে, টিম কুক দিল্লিতে পৌঁছেছেন যেখানে তিনি দেশে কোম্পানির দ্বিতীয় অফিসিয়াল ফ্ল্যাগশিপ দোকান উদ্বোধন করবেন। উদ্বোধনের আগে বুধবার কারুশিল্প যাদুঘর এবং বিখ্যাত লোধি আর্ট জেলা ঘুরে দেখেন তিনি।

 

১৭ এপ্রিল ভারত সফর শুরু করেন টিম কুক। এরপর পুল্লেলা গোপীচাঁদ এবং সাইনা নেহওয়াল সহ ব্যাডমিন্টন তারকাদের সনফে দেখা করেন। আকাঙ্ক্ষা ফাউন্ডেশন স্কুল পরিদর্শন করেছিলেন যা নিম্ন-আয়ের সম্প্রদায়ের শিশুদের শিক্ষা দান করে এবং মুম্বাইয়ের ইন্ডিয়ান স্কুল অফ ডিজাইন অ্যান্ড ইনোভেশন পরিদর্শন করেছিলেন। মঙ্গলবার কুক মুম্বাইতে অ্যাপলের ফ্ল্যাগশিপ রিটেল স্টোর চালু করেছেন, যা দেশের প্রথম। অ্যাপল বৃহস্পতিবার তার দ্বিতীয় স্টোর-দিল্লির সাকেত-এ লঞ্চ করবে।

Exit mobile version