।। প্রথম কলকাতা ।।
Qatar-China relations: বিশ্বকাপ আয়োজন করে কাতার এখন হট টপিকের মতো। বহু সংবাদের আলোচনার কেন্দ্রে রয়েছে দেশটি। এবার নতুন করে আবার আলোচনাহি এল। চীনের সঙ্গে কাতারের প্রায় ২৭ বছরের তরল গ্যাস চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চীনের ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশনের একটি সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করেছে কাতার পেট্রোলিয়াম।
গত সপ্তাহে ওপেকে পুনরায় যোগ দেবে না বলে কাতার ঘোষণা করেছিল। উপরন্তু দেশটি জানায়, কাতার অন্যান্য দেশের সঙ্গে এলএনজি সম্পর্ক উন্নয়নে গুরুত্ব বাড়াবে। এই বিষয়ে দেশটির জ্বালানি মন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি জানান, কাতার এখন বিকল্প নবায়নযোগ্য শক্তির উৎসের থেকে মনোযোগ দেবে।
চীনের পেট্রোলিয়াম শোধনকারী প্রতিষ্ঠান সিনোপেকের সঙ্গে কাতারের প্রাকৃতিক গ্যাস সংক্রান্ত এই চুক্তি থাকবে টানা ২৭ বছর। এই চুক্তির আওতায় চীনকে প্রায় ৪০ লক্ষ টন তরল প্রাকৃতিক গ্যাস দেবে কাতার সরকার। এই তথ্য ২১শে নভেম্বর সোমবার নিশ্চিত করেছে কাতার এনার্জি প্রধান নির্বাহী সাদ আল-কাবি। তিনি চুক্তিপত্রে সই করার আগে জানান, দুই দেশের এই চুক্তি রীতিমত একটি মাইলস্টোন। কোম্পানির ইতিহাসে এটি সবথেকে বড় একক বাণিজ্যিক চুক্তি। ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছেই এমন দীর্ঘমেয়াদী চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দুই দেশের সম্পর্কে নতুন গতি আনবে। ২০৫০ দশক পর্যন্ত চলবে এই চুক্তি। শুধু চীন নয়, ইউরোপের অন্যান্য তরল গ্যাসের ক্রেতাদের সঙ্গেও এমন নিরবিচ্ছিন্ন সরবরাহ চায় কাতার।
এক্ষেত্রে একদল বিশেষজ্ঞ মনে করছে, ইউক্রেন-রাশিয়ার দ্বন্দ্বের জেরে সারা বিশ্ব জুড়ে যেভাবে জ্বালানি সংকট দেখা দিয়েছে, সেখানে কিছুটা হলেও আশার আলো জোগাতে পারে কাতার। ইউরোপের বহু দেশ জ্বালানি আমদানির জন্য রাশিয়ার বিকল্প খুঁজছে। সেক্ষেত্রে উপযুক্ত গন্তব্য হতে পারে কাতার। গোটা ইউরোপ জুড়ে শুধুমাত্র রাশিয়া প্রায় ৪০% তরল গ্যাস সরবরাহ করে। যুদ্ধ শুরু হওয়া পরিস্থিতি আমুল বদলে যায়। যার ফলে বিপাকে পড়ে গোটা বিশ্ব। এমন পরিস্থিতি নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক ধাপ এগিয়ে গেল চীন। এই গ্যাস সরবরাহ হবে কাতারের নর্থ ফিল্ড গ্যাস ক্ষেত্র থেকে। বর্তমানে নর্থফিল্ডের এলএনজির বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৭৭ মিলিয়ন টন। কাতারের লক্ষ্য ২০১৭ সালের মধ্যে এই পরিমাণ ১২৬ মিলিয়ন টনে পৌঁছে দেওয়া। অপরদিকে লাভ গুনছে চীন, কারণ রাশিয়ার বাজার মূল্যের থেকে কম মূল্যে জ্বালানি পাবে কাতার থেকে ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম