।। প্রথম কলকাতা ।।
Monkeypox: করোনার পাশাপাশি চলতি বছরের মে মাস এক নয়া ভাইরাস বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। নাম ‘মাঙ্কিপক্স’। কিন্তু এখন এই নাম বদলের দাবি জানিয়েছে বাইডেন প্রশাসন। এর আগে বিভিন্ন মহলে এই ভাইরাসের নাম বদলের দাবি উঠেছিল। এবার আমেরিকার পক্ষ থেকে এই ভাইরাসের নাম বদলানোর জন্য Who’র উপর চাপ তৈরি করা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি ‘দ্য পলিটিকো’ সংবাদমাধ্যম-এর রিপোর্ট এমনটাই জানিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ভাইরাসের নাম নিয়ে সামাজিক বিতর্ক এড়াতে, তা বদলাতে উদ্যোগী বাইডেন প্রশাসন। বিভিন্ন দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করলে, বিশ্বজুড়ে সতর্কতা জারি করে ‘হু’। ভারতেও এই রোগের হদিশ মিলেছিল কিছুদিনের মধ্যেই। অগাস্ট মাস নাগাদ এই ভাইরাসের নাম নিয়ে বিতর্ক ওঠে বিভিন্ন মহলে। দাবি করা হয়, এই রোগে আক্রান্ত হলে কৃষ্ণবর্ণের মানুষ ও এলিজিবিটিকিউরা চিকিৎসা না করাতে পারেন।
সেই সময় ‘মাঙ্কিপক্স’ ভাইরাসের বৈজ্ঞানিক নামকরণ করা হয়। ক্লেডস ওয়ান, টুএ ও টুবি নাম রাখা হয়েছিল ভাইরাসের। প্রকৃতি অনুযায়ী এই নামকরণ করা হয়। কিন্তু তা সত্ত্বেও সমস্যা মেটেনি। সাধারণের মধ্যে ‘মাঙ্কিপক্স’ নামটিই বেশি প্রচলিত হওয়ায় সমস্যা তৈরি হয়। রিপোর্ট অনুযায়ী, তাই ‘এমপক্স’ রাখার আবেদন করা হয়েছে মার্কিন প্রশাসনের তরফে। ‘হিন্দুস্তান টাইমস বাংলায়’ বলা হয়েছে, ভাইরাসের নাম ‘মাঙ্কিপক্স’ হওয়ায় অনেকেই টিকা নিতে চাইছে না। বারবার করে টিকার প্রকল্প বাধার সম্মুখীন হচ্ছে। এমনকি এই রোগের লক্ষণ দেখা দিলেও, চিকিৎসা করাতে রাজি হচ্ছে না অনেকে।
এটি মূলত একটি জুনোটিক গোত্রের ভাইরাস। প্রাণীর দেহ থেকে মানুষের শরীরে এসেছে। তাই প্রাথমিকভাবে নামকরণ করা হয়। কিন্তু নামকরণের পরই তা বদলের দাবি উঠেছে বিভিন্ন মহলে। এবার মার্কিন প্রশাসন এই ভাইরাসের নাম বদলের জন্য চাপ সৃষ্টি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর। সেদিক থেকে এই ভাইরাসের নাম বদলালেও বদলাতে পারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম