Prothom Kolkata

Popular Bangla News Website

‘OTT’ তে পা রাখতে চলেছেন বুম্বাদা, পরিচালনায় স্যাক্রেড গেমসের পরিচালক বিক্রমাদিত্য

||শুভ্রদীপ চক্রবর্তী||

নতুন বছরে নতুন ভাবে আত্মপ্রকাশ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। করোনাকালে নিজেকে তৈরি করেছেন এক অন্য অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। আর সেই উদ্দেশ্যেই আগামী নিজেকে মেলে ধরতে চান টলিউড সুপারস্টার। সম্প্রতি ওয়েব প্লাটফর্মে মুক্তি পেয়েছে প্রিয় বন্ধু সৃজিত মুখার্জির ফেলুদা ফেরত। সাড়া ফেলেছে বেশ ভালো। এবার সেইপথেই হাঁটতে চান প্রসেনজিৎ। বলিউড অভিনেত্রী অদিতি রায় হায়দারির সঙ্গে জুটি বাধঁতে দেখা যাবে তাকে। সিরিজের পরিচালনা দেবেন বিখ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে। সিরিজের নাম ‘স্টারডাস্ট’

সিরিজের গল্প বলছে, ফিল্ম ইন্ডাস্ট্রির হাঁড়ির খবর যেমন, হিংসা, নিন্দা চর্চা সিনেমার অন্দরের পরিবেশ, সংস্কৃতি ইত্যাদি। তবে এখনকার নয় ৪০ দশক থেকে বর্তমান অবস্থা অবদি সমস্ত সত্য ঘটনা অবলম্বনেই তৈরি হবে এই ওয়েব সিরিজের গল্প। বিক্রমাদিত্যের পরিচালনায় এর আগে তৈরি হয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্যাক্রেড গেমস’ যা সাড়া বিশ্ব জুড়ে প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে বলিউড ডিভা অদিতি রায় হায়দারির অভিনয়ও বেশ নজর করা তা বলার অবকাশ রাখেনা। পরিস্থিতি ঠিকঠাক থাকলে চলতি বছরের মার্চ এপ্রিলেই শুরু হবে সিরিজের শুটিং। তবে কোন প্লাটফর্মে রিলিজ করা হবে তা এখনো জানা যায়নি।