।। প্রথম কলকাতা ।।
Arrest: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ৩০ গ্রাম ব্রাউন পাউডার সহ গ্রেপ্তার পাচারকারী। ধৃত পাচারকারীর নাম আবু তাহের। বাড়ি মুর্শিদাবাদ জেলায়। গ্রেপ্তার করে দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে ১১৫ বাহিনীর কর্মীরা। এই মাদক ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওযার চেষ্টা করছিল পাচারকারীরা।
জানা গেছে, কর্তব্যরত বিএসএফ কর্মীরা একটি সন্দেহ জনৈক ব্যক্তিকে আন্তর্জাতিক সীমান্তের দিকে আসতে দেখেন। তল্লাশি করলে তার কাছ থেকে উদ্ধার করা হয় মাদক। ঘটনাস্থলেই পাচারকারীকে ধরে ফেলে জওয়ানরা। জওয়ানরা পাচারকারীর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য জিজ্ঞাসাবাদের জন্য পাচারকারীকে সীমান্ত চৌকিতে নিয়ে আসে।
জিজ্ঞাসাবাদে পাচারকারী জানায় যে, তাকে এই মাদক দিয়েছিল একজন ভারতীয় চোরাকারবারী। যার নাম আনিসুর রহমান। এরপর নবাবগঞ্জের পাচারকারী সুহান শেখকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের কাছে মাদক হস্তান্তর করার কথা ছিল। এই কাজের জন্য তিনি দুহাজার টাকা পেতেন। কিন্তু বিএসএফ জওয়ানরা পাচারের আগেই তাকে গ্রেপ্তার করে। ধৃত পাচারকারীকে মাদক সহ আটক করে লালগোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র বিএসএফ জওয়ানদের কৃতিত্বে বাহবা দিয়েছেন। তিনি কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন যে, জওয়ানরা সীমান্তে চোরাচালান বা অন্য কোনও ধরণের অপরাধ ঘটতে দেবে না এবং এর সাথে জড়িত ব্যক্তিদের ছেড়ে কথা বলবে না। তারই প্রমান মিলল এদিন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম