।। প্রথম কলকাতা ।।
বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ৬০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন ব্রাভো। ১১ আগস্ট মেনস হান্ড্রেড-এ ওভাল ইনভিনসিবলসের বিপক্ষে খেলার সময় ব্রাভো অভূতপূর্ব কৃতিত্ব অর্জন করেন। নর্দার্ন সুপারচার্জার্স ইন দ্য হান্ড্রেডের প্রতিনিধিত্ব করছেন তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।
টি-টোয়েন্টি ম্যাচে ব্রাভো রাইলি রোসো উইকেট নিয়ে ৫৯৯তম উইকেট নেন। এরপর স্যাম কুরানকে আউট করে ৬০০তম উইকেট নেন। সবচেয়ে বেশি টি-টোয়েন্টি উইকেট নেওয়া ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। উল্লেখযোগ্যভাবে, ১৬ ফেব্রুয়ারী, ২০০৬ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়ার পর থেকে ব্রাভো টি-টোয়েন্টিতে ২৫টিরও বেশি দলের হয়ে খেলেছিলেন। ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯১টি ম্যাচে ৭৮টি উইকেট নিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছেন ব্রাভো। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারীও ব্রাভো। ব্রাভো ১৬১টি আইপিএল ম্যাচে ১৮৩ ব্যাটারকে আউট করেছেন এবং দুবার পার্পল ক্যাপ জিতেছেন, যা মরসুমের সর্বোচ্চ উইকেট শিকারীকে দেওয়া হয়।