কালো শাড়ী হাল্কা স্পষ্ট কোমরের রেখা, ভাইরাল মধুমিতার ছবি

।। প্রথম কলকাতা ।।
রূপে যে তিনি তাঁর অনুরাগীদের কাবু করে দিতে পারেন খুব সহজে তা তিনি ইতিমধ্যেই বহুবার প্রমাণ করেছেন । শুধু অনুরাগীরা নন তাঁর রূপে আশ্চর্য হতে হয় শত্রুদেরও ।

নিটোল চেহারা, উজ্জ্বল গায়ের রঙ আর সাথে একটু হাসি যে কাউকে ঘায়েল করার জন্য মধুমিতার এই টুকুই যথেষ্ট । যে কোনও পোশাকেই তাঁকে সুন্দর লাগে তবে শাড়ীতে তিনি বেশি সুন্দরী এ কথা বার বার কমেন্ট করে জানিয়ে থাকেন অনুরাগীরাই ।

অনুরাগীদের মন ভরিয়ে দিয়ে কালো শাড়ীতে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার । ছবিটি দেখুন নতুন করে আবার প্রেমে পড়বেন আপনিও ।
