Border Gavaskar Trophy: “আর অশ্বিন ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার মাথার ভিতরে ঢুকে আছেন…’, ভাইরাল ওয়াসিম জাফরের হাস্যকর বার্তা

।। প্রথম কলকাতা ।।

৯ ফেব্রুয়ারি নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুরু হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চার ম্যাচের টেস্ট সিরিজ। উপমহাদেশে অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনা প্রত্যাখ্যান করে অস্ট্রেলিয়া অনন্য পদ্ধতিতে টেস্ট অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। টেস্ট সিরিজে রবিচন্দ্রন অশ্বিনের মুখোমুখি হওয়ার জন্য অস্ট্রেলিয়ান ব্যাটাররা ভারতীয় অফ-স্পিনারের “ডুপ্লিকেট” বরোদার অফ-স্পিনার মহেশ পিথিয়ার বিরুদ্ধে অনুশীলন করছে।

 

আলুরের কেএসসিএ গ্রাউন্ডে অজি ব্যাটারদের বোলিং করার জন্য অস্ট্রেলিয়া মহেশ পিথিয়াকে বেঙ্গালুরুতে উড়িয়ে আনা হয়েছে। টেস্ট সিরিজের অগ্রগতিতে অনুশীলন ম্যাচ বেছে নেওয়ার পরিবর্তে, অস্ট্রেলিয়া ভারতের নেট বোলারদের বিরুদ্ধে আলুরে নোংরা পিচে প্রশিক্ষণ নিচ্ছে। ক্রিকেটডটকমডটএইউ অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের অনুশীলন সেশনের একটি ভিডিও শেয়ার করেছে যেখানে পিথিয়াকে নেটে সফরকারী দলের বিরুদ্ধে বোলিং করতে দেখা যায়।

স্বাগতিকদের কটাক্ষ করে ওয়াসিম জাফর বলেন, প্রথম টেস্ট শুরু হতে এখনও কিছু দিন বাকি কিন্তু অশ্বিন ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার মাথায় চেপে বসেছে। ভারতের প্রাক্তন ফাস্ট বোলার ইরফান পাঠানও ওয়াসিম জাফরের বক্তব্যের সুরে সুরে মিলিয়ে বলেছেন, রবিচন্দ্রন অশ্বিন ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের মনে খেলতে শুরু করেছেন। ভারতের স্পিন তারকা অশ্বিনের সাথে মহেশ পিথিয়ার এক অদ্ভুত মিল রয়েছে। দুজনের বোলিং স্টাইল অনেকটা একই রকমের। আর তাই অস্ট্রেলিয়ান ব্যাটাররা নেট বোলার হিসেবে তাকেই বেছে নিয়েছে।

Exit mobile version