Prothom Kolkata

Popular Bangla News Website

নতুন বছর আসতেই পাহাড়ে উড়ে গেল পাখি, মুহূর্তে ভাইরাল ভিডিও

।। প্রথম কলকাতা ।।

ট্রাভেলিং ভালো বাসেন এটা তার সোশ্যাল মিডিয়া একাউন্ট ঘাটলেই বোঝা যায়। কিন্তু এবারে সাহসের আরেক ধাপ অতিক্রম করতে চান চিনির অভিনেত্রী মধুমিতা সরকার।
কখনো জঙ্গলের রাস্তায় হারিয়ে গেলেন আবার কখনো আগুনের সাথে চোখরাঙানি। এবারতো দুর্গম পাহাড়ে খরস্রোতা নদী পেরোচ্ছেন তিনি। সঙ্গে রয়েছে একটা সরু লাঠি। একাই এগিয়ে যাচ্ছেন তিনি লক্ষ্য শুধু একটাই অন্বেষণ।

টেলিভিশন থেকে বড়পর্দা সব জায়গা তেই মনোহরা তিনি। দর্শকের চাহিদায় বেশ খাপ খাইয়েছেন নিজেকে। নতুন বছরে সম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবি চিনি। মা মেয়ের এক মিষ্টি প্রেমের গল্প। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য। মধুমিতার এই চাবুক রূপে কাহিল ছোটো বড় সবাই। এমনকি এই হ্যাপেনিং ব্যক্তিত্বে বেশ স্বাস্থ সচেতনও তিনি। নিয়মিত যোগ ব্যায়ামে দিন শুরু হয় তার।

বর্তমানে তিনি ঘাঁটি গেড়েছেন দূর পাহাড়ের অচেনা ভূমিতলে। সঙ্গীও হয়েছে একখান নাম তার জোশ। ভারী চতুর এই চারপেয়ে সঙ্গী, পাখি ছেড়ে থাকতে পারেনা এক মুহূর্ত। তাই মধুমিতা তাকে নাম দিয়েছে কুচি। ভিডিও শেষে স্বরূপ দা’র থেকে ঠিক এমনই একটা কুচি চেয়ে নিলেন তিনি।