Dev: দেব ঘাটালে যত ভোট পেয়েছেন, ততগুলো গাছ রোপণ করবেন ! কুর্নিশ

।। প্রথম কলকাতা ।।

 

Dev: মোট ভোট পেয়েছেন ৮,৪১,১৯৫টি। ঘাটাল থেকে পর পর তিন বার জিতলেন দেব। জয়ের আনন্দে বিশাল সেলিব্রেশন নয়। ঘাটালে যত ভোট পেয়েছেন, ততগুলো গাছ রোপণ করবেন দেব! ৮,৪১, ১৯৫টি গাছের চারার খোঁজে সকলের প্রিয় খোকাবাবু। যেখানে অন্য প্রার্থীরা খাওয়াদাওয়াতে ব্যস্ত, সেখানে দেবের এক অভিনব উদ্যোগ
সেই চারাগাছ কী পেলেন? হঠাত্ কেন এমন ভাবনা দেবের?

 

বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে পরাজিত করেছেন প্রায় এক লক্ষ ৮২ হাজার ভোটে। এবার তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বীর ব্যবধান আরও বেড়েছে। আগেরবারের তুলনায় প্রায় পৌনে এক লাখ ভোটের মার্জিনে জিতেছেন তিনি। প্রথম থেকেই তাঁর এবং হিরণ চট্টোপাধ্যায়ের হাড্ডাহাড্ডি লড়াই দেখেছে গোটা রাজ্য।তবে শেষ পর্যন্ত জয়ী হলেন দেবই। আর তারপরই দিলেন প্রতিশ্রুতি।

 

এবার যখন তিনি মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিলে। তখনই তিনি জানিয়েছিলেন যে তিনি এবার যত ভোট পাবেন তত গাছ লাগাবেন ঘাটালে। সেই কথা মনে করিয়ে তিনি এদিন বলেন ‘আমি যত ভোট পেয়ে জিতব ততগুলো গাছ লাগাব আগেই বলেছিলাম। আমি বর্ষার আগেই সেই উদ্যোগ নেব”। ইতিমধ্যে চারাগাছের জন্য ১০টি নার্সারিতে বরাত দেওয়া হয়েছে।  প্রথম দফায় মোটামুটি দু-লক্ষ গাছ লাগানো হবে।

 

নানা জায়গায় আকাশমণি, শাল, সেগুনের মতো গাছ যেমন লাগানো হবে, তেমনই রয়েছে আম, কাঁঠাল, জাম গাছও। সেই অনুযায়ী নার্সারিগুলিতে বরাত দিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টি শুরু হলেই নিজের হাতে গাছ লাগানোর কাজ শুরু করবেন স্বয়ং দেব। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এমন তথ্যই পাওয়া গিয়েছে।

 

৪ জুন ভোট গণনার শুরু থেকেই কখনও দেব এগোচ্ছিলেন কখনও আবার হিরণ। কিন্তু শেষ পর্যন্ত তিনি হিরণ চট্টোপাধ্যায়কে ১ লাখ ৮২ হাজার ৮৬৮ ভোটে পরাজিত করলেন। এবার তিনি আগের বারের তুলনায় প্রায় ৭৫ হাজার বেশি ভোট পেয়েছেন। পঞ্চম রাউন্ডের পর থেকে দ্রুত গতিতে এগিয়ে যান দেব। ভোটে জিতেই তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন তিনি। এবং তারপর জয়ের শংসাপত্র হাতে পাওয়ার পর তিনি মনে করিয়ে দিলেন তাঁর পুরনো প্রতিশ্রুতি।

 

মঙ্গলবার বিকেল চারটে নাগাদ ঘাটালে পৌঁছন দেব। তাঁকে দেখে উচ্ছ্বাসের বাঁধ ভেঙে যায় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে। এই বিপুল জয়ের জন‌্য দেব অসংখ‌্য তৃণমূল নেতা-কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই সম্ভব হয়েছে বলে জানান।

https://fb.watch/sxyAemZzD7/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version