প্রেমের মুডে ঐন্দ্রিলা -অঙ্কুশ
1 min read

।। প্রথম কলকাতা ।।
তাঁরা ঠিক কেমন জুটি তা তাঁদের সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায় ।এটা ঠিক যে তাঁদের অন স্ক্রিন এখনও দর্শকরা দেখেননি তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রেম তাঁদের জমে ক্ষীর একেবারেই সুপারহিট জুটি যাঁদের বলা যায় ।
রাজা চন্দ পরিচালিত “ম্যাজিক”ছবিতে তাঁদের অন স্ক্রিন রসায়নও খুব তাড়াতাড়ি দেখতে পাবে দর্শকরা । ঐন্দ্রিলা -অঙ্কুশ একেবারেই মুখিয়ে আছেন তাঁদের নতুন ছবির জন্য । কোভিড পরিস্থিতি না হলে বছরে দুবার ট্যুর প্ল্যান দুজনে করেই ফেলেন দুজনে নিভৃতে একটু সময় কাটানোর জন্য ।

তবে এই বছর তেমনটা তো আর হলোই না কী আর করা যাবে! কথায় আছে না ভালোবাসার স্থান কাল লাগে না । দুজনেই নিজেদের একান্ত সময় বের করে নিয়েছেন এবং দুজনের এক সাথের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় । ভালো থাকুন হ্যাপি কাপল ।