।। প্রথম কলকাতা ।।
Ewing Sarcoma: দু’বার ক্যানসারকে হার মানিয়েছিলেন ঐন্দ্রিলা। কিন্তু তৃতীয় বার ব্যর্থ হলেন। চলে গেলেন তারাদের দেশে। কারণ ক্যানসার ছড়িয়ে পড়েছিল মস্তিষ্কে, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় মেটাস্টোসিস। ঐন্দ্রিলার শরীরে বাসা বেঁধেছিল ইউয়িং সারকোমা। এটি মূলত একটি বিরল ধরনের ক্যানসার, যা হাড়ের চারপাশে নরম টিস্যুতে আক্রমণ করে।
বেশিরভাগ ক্ষেত্রে ইউয়িং সারকোমা দেখা যায় পায়ের হাড় এবং শ্রোণীতে। যদিও এটি শরীরের যে কোন হাড়ে হতে পারে। এই মারণ ক্যানসার শিশু এবং কিশোর কিশোরীদের মধ্যে বেশি দেখা যায়। এই রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা ক্ষীণ। ইউয়িং সারকোমার কিছু লক্ষণ রয়েছে যেমন-
•আক্রান্ত স্থানের কাছে ব্যথা বা ফোলা ভাব
•হাড়ের ব্যথা
•অসহ্যকর ক্লান্তি
•কোন কারণ ছাড়াই জ্বর
•হঠাৎ করে ওজন হ্রাস প্রভৃতি
মূল সমস্যা হল, ইউয়িং সারকোমা যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে শরীরের অন্যান্য অংশে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। যার ফলে চিকিৎসা করা এবং পরিস্থিতি থেকে পুনরুদ্ধার করা খুব কঠিন। সাধারণত ইউয়িং সারকোমা ফুসফুস এবং শরীরের অন্যান্য হারে দ্রুত ছড়িয়ে পড়তে দেখা যায়। অস্টিওসারকোমার পরে এটি দ্বিতীয় সর্বোচ্চ হারে হওয়া হাড়ের ক্যানসার। তবে এই রোগ অনেকাংশে বিরল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি মিলিয়নে একজন এই রোগে আক্রান্ত হন।
ইউয়িং সারকোমার কারণ
এখন পর্যন্ত এই রোগের প্রকৃত কারণ জানা যায়নি, তবে এটি একটি জিনগত রোগ। এর সঙ্গে যুক্ত রয়েছে দুইটি জিন। একটি হলেও বাইশ সংখ্যার ক্রোমোজোমের উপর ইডাবলুএসআরওয়ান এবং অপরটি হল এগারো সংখ্যার ক্রোমোজোমের উপর এফএলআইওয়ান। এই রোগের চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয় কেমোথেরাপি, রেডিয়েশন এবং সার্জারি। এক্ষেত্রে ক্যানসার যদি বারংবার ফিরে আসে তবে স্টেম সেল থেরাপিও দেওয়া হয়। এই রোগ থেকে রুগী বেঁচে ফিরবেন কিনা, তা সম্পূর্ণ নির্ভর করে ক্যানসার ঠিক কোন স্তরে রয়েছে তার উপর। এছাড়াও অন্যান্য কারণগুলির তালিকায় রয়েছে টিউমারের আকার, চিকিৎসা জনিত কষ্ট সহ্য করার ক্ষমতা, রোগীর বয়স, লেকটেড ডিহাইড্রোজেনসের প্রভৃতি। ইউয়িং সারকোমা এক জায়গায় সেরে গেলে, শরীরের অন্য স্থানে নতুন শক্তি নিয়ে মাথাচাড়া দিয়ে ওঠে।
এই ঘাতক রোগে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। তাঁর মাথার বাঁদিকে প্রচুর রক্তক্ষরণ হয়। ভেন্টিলেটরে রাখা হয়েছিল, জটিল অস্ত্রোপচারও হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হল না। দুবার ফিনিক্স এর মত ফিরে আসলেও, তৃতীয়বার চলে গেলেন না ফেরার দেশে ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম