।। প্রথম কলকাতা ।।
Bollywood Holi: করিনা থেকে সিড – কিয়ারা বসন্তে রঙিন সেলেবরা।রঙ মেখে ভুত? নাকি আলতো আবিরের ছোঁয়া!কেমন হয় বলিউডের হোলি সেলিব্রেশন?চলুন হোলির দিনে তরকাদের অন্দরমহলে ঢুঁ মেরে আসি।
বলি হোলি (Holi) নিয়ে হৈ হৈ কাণ্ড। সকাল সকাল দুই ছেলে তৈমুর ও জেহ-র সঙ্গে নিজের বাড়ির ছাদে জমিয়ে হোলি খেললেন করিনা কাপুর (Kareena kapoor)।দুই ছেলের সঙ্গে নিজের সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবিও পোস্ট করলেন বেবো।
বোনের মতো দিদিও মেতেছেন রঙে। তবে আবির নিয়ে হোলি খেললেন করিশ্মা নিজের বাড়ির বাগানে সন্তানদের সঙ্গে হোলির উৎসবে মেতে উঠলেন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)।
শুধুই কি আর রং মাখা! এদিনে যে খাওয়া-দাওয়া হুল্লোড় সবটাই চলল জমিয়ে। ভিকি কৌশলের (Viki koushal) গলা জড়িয়ে দোলের আদুরে ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা কাইফ। তারকাজুটির পরিবারের সদস্যরাও মেতেছিলেন উদযাপনেএদিকে এই হোলিও একাই কাটালেন সোনাক্ষী। কপালে লাল আবীরের তিলক কেটে সকলকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ।
আলিয়ার মাথায় সাতরঙা ছাতা। সাদা পোশাকে ভক্তদের জানালেন হোলির শুভেচ্ছা। তাঁকে দেখেই বোঝা যাচ্ছে হোলির আনন্দে মাতোয়ারা তিনি।তবে করিনার মতো তুমুল রঙে ডুব দিয়েছেন শেহনাজ গিল (Sehnaj gill)।
মুখে হলুদ আবিরছোট্ট মেয়ের সঙ্গে মিষ্টি এই ছবিটি হোলি
উপলক্ষ্যে শেয়ার করেছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। রীতেশের মুখে আবির ছুঁড়ছেন জেনেলিয়া। শেষমেষ জেনেলিয়াকে হলুদ রঙে রাঙিয়ে দিলেন রীতেশ।
হোলি খেলার মজার ভিডিও শেয়ার করলেন। বলিউডের এই জনপ্রিয় জুটি। ওদিকে বিদেশের বুকে মুম্বইয়ের ধাঁচে হোলি খেললেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)।পরিবারের সঙ্গে শেয়ার করলেন ছবি। রঙের উৎসবে হৈ হৈ করলেন তাপসী পান্নু।
আমেরিকায় ডলাস হোলি উৎসবে হাজির হয়েছিলেন কার্তিক আরিয়ান। সেখানেই রঙের উৎসবে মেতে উঠলেন প্রবাসী ভারতীয়রাব্লু ডেনিম ও সাদা শার্ট আবির মেখে রঙিন কার্তিক (kartick ariyan)।
বেটারহাফ ভিকি জেইনের সঙ্গে হোলি খেললেন অঙ্কিতা বসন্তের রং লেগেছে অঙ্কিতার মনে।দোসর হাবি ভিকি।
হোলি পার্টিতে জমিয়ে আনন্দ করলেন ছোট পর্দার এই তারকা দম্পতি।নিজের ইনস্টা হ্যান্ডলে হোলির রঙিন মুহূর্ত শেয়ার করলেন পবিত্র রিস্তা খ্যাত অভিনেত্রী অঙ্কিতা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম