Travel Bangladesh By Cycle: দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করা ও মৈত্রীর বার্তা নিয়ে সাইকেলে বাংলাদেশ পাড়ি যুবকের

।। প্রথম কলকাতা ।।

 

 

Travel Bangladesh By Cycle: সাইকেল চালিয়ে ভারত থেকে বাংলাদেশের পথে রেজা ফজল আনসারি। ভারত বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করা ও মৈত্রীর বার্তা নিয়ে সাইকেল চালিয়ে রওনা দিলেন বাংলাদেশ। হুগলির তারকেশ্বরের বাসিন্দা রেজা ফজল আনসারি। ছোট থেকেই স্বপ্ন পরিব্রাজক হওয়ার, সেই স্বপ্নকে সত্যি করতেই প্রায় ৫৩৫ কিলোমিটার পাড়ি দিচ্ছেন বাংলার এই যুবক। বাংলাদেশ হয়ে আগরতলা যাওয়ার লক্ষ্য রয়েছে তার। তার এই সম্পূর্ণ যাত্রায় সময় লাগবে প্রায় ১৪ দিন।

 

তারকেশ্বরের এই যুবক পেশায় একজন ডেভেলপমেন্ট প্রফেশনাল। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন মহম্মদ রেজা ফজল আনসারি। মা, বাবা ও বোনকে নিয়ে তার ছোট্ট সংসার। একজন স্বাধীন গবেষক হিসেবে কাজ করতে চান রেজা। সেই কারণেই বিগত ৮ বছর ধরেই নানা জায়গায় এভাবেই ঘুরে বেড়াচ্ছেন ফজল। আর এবার সাইকেল চালিয়ে বাংলাদেশের উদ্দেশে পাড়ি দিচ্ছেন তরুণ এই গবেষক।

 

তার এই গবেষণার থিম, ইন্দ বাংলা কো-অপারেশন, কানেক্টিভিটি, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ সহ কালচারাল বন্ড এই সকল বিষয় নিয়ে। এই যাত্রাপথে দুইদেশের বিভিন্ন সামাজিক সমস্যা গুলিকে চিহ্নিত করে, সমস্যা সমাধানের উপায় বার করারও বিশেষ চেষ্টা চালাবেন বছর ২৮-এর এই যুবক। ভারত বাংলাদেশ দুই দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সহ দুর্ভিক্ষ দেখেননি বা তার ইতিহাস জানেন না অনেকেই আছেন। ওই সময়ের যে কষ্ট, সে বিষয়ে তারা অবগত নন। বর্তমানে দুই দেশের তরফেই নানা বিদ্বেষমূলক কথাবার্তা ছুঁড়ে দেওয়া হয়। সেই জায়গায় দাঁড়িয়ে শান্তির বার্তা ছড়িয়ে দিতেই তার এই সাইকেল ভ্রমণ।

 

স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারত-বাংলাদেশ সফরে যেমন রামকৃষ্ণ মিশনে গিয়ে মহারাজের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে, পাশাপাশি লালন ফকিরের মাজারেও যাবেন বলে জানান বাংলার এই যুবক। ইতিমধ্যেই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। এই দুই দেশের মধ্যে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে দুই দেশেরই আর্থিক উন্নতি হবে বলে দাবি রেজার।

 

এই যাত্রায় বিভিন্ন সময়ে নানা মানুষের আতিথিয়তায় আশ্রয় নিলেও স্বনির্ভর থাকার জন্য সাইকেলের পিছনে আশ্রয় হিসেবে রেখেছেন টেন্ট। প্রয়োজনে রাত্রি বাস করবেন সেখানেই। সব মিলিয়ে তারকেশ্বরের এই যুবকের অভিনব ভাবনা নিয়ে বঙ্গ মৈত্রী যাত্রা দুই দেশের মানুষের উপর বিশেষ প্রভাব ফেলবে বলেও আশাবাদী এই তরুণ সাইকেলিস্ট।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version