।। প্রথম কলকাতা ।।
মারুতি সুজুকি (Maruti Suzuki) ভারতীয় গাড়ির বাজারে এক বিরাট নাম। যুগ যুগ ধরে এই গাড়ির উপর ভরসা করে এসেছে গ্রাহকরা। কিন্তু বিগত কয়েক বছর ধরে গাড়ির নিরাপত্তা নিয়ে অনেক সমালোচনাও উঠেছে। বিশেষ করে সম্প্রতি গ্লোবাল এনক্যাপ (Global NCAP) ক্র্যাশ টেস্টের পর। যেখানে মারুতির বেশ কয়েকটি গাড়ি মাত্র ১ স্টার সেফটি রেটিং পেয়েছে। যদিও এই রেটিং নিয়ে একেবারেই উদ্বিগ্ন নন সংস্থার চেয়ারম্যান আরসি ভার্গব (RC Bhargava)।
মারুতি সুজুকি এর মতে ভারতীয় অটো শিল্প নিরাপত্তার প্রযুক্তির দিকে যথেষ্ট মনোযোগ দিয়ে গাড়ি উৎপাদন করছে। যার ফলে গাড়ির মূল্যও খানিক বেড়েছে। প্রস্তুতকারক সংস্থাগুলির উচিত দুর্ঘটনা প্রতিরোধের উপায় হিসাবে গাড়ি এবং চালকের ফিটনেসের উপরও বেশি মনোযোগ দেওয়া।
আরও পড়ুন : Maruti-র গাড়ি নাকি দেশলাই বাক্স! ক্র্যাশ টেস্টে 1 স্টার পেতেই প্রতিক্রিয়া নেটাগরিকদের
১ স্টার সেফটি রেটিংকে নাকচ করলেন মারুতির চেয়ারম্যান
সংস্থার চেয়ারম্যান আরসি ভার্গবকে যখন নিরাপত্তা মান এবং ক্র্যাশ ক্ষমতার উন্নতি নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি উত্তর দেন, NCAP নিরাপত্তা মানগুলি পূরণ করা ভারতে দুর্ঘটনা হ্রাসে উল্লেখযোগ্য প্রভাব ফেলে না কারণ এটি দুর্ঘটনার কারণের উপর অতবেশি মনোযোগ দেয় না।
নিরাপত্তা মানে বোঝায় দিনের শেষে একজন গ্রাহক একটি নিরাপদ গাড়ি বেছে নিতে সক্ষম হলেন কিনা। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল যে তার গাড়ি দুর্ঘটনার ন্যূনতম সম্ভাবনা রয়েছে কিনা। তাঁর মতে, ভারতে কেন দুর্ঘটনা ঘটে তার কারণ কেউ খোঁজে না। আমাদের কাছে যা উপলব্ধ থাকে সেটাই আমরা নিরাপত্তা মেনে নিয়ে ব্যবহার করি।
আরও পড়ুন : 5 Safest Cars in India: মাহিন্দ্রা নাকি টাটা! দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি কোনগুলি?
প্রসঙ্গত, সম্প্রতি Maruti Swift, Maruti Ignis এবং Maruti S-Presso এই তিনটি গাড়ি গ্লোবাল ক্র্যাশ টেস্টে পাঠানো হয়। তাৎপর্যপূর্ণ বিষয় হল উপরোক্ত তিনটি গাড়ি ক্র্যাশ টেস্টে ১ স্টার সেফটি রেটিং পায়। চাইল্ড সেফটি রেটিংয়েও একেবারেই ব্যর্থ গাড়ি তিনটি। সোশ্যাল মিডিয়ায় এই ফলাফল ভাইরাল হতেই অনেকেই মারুতির নিরাপত্তা নিয়ে সমালোচনা করেন। কেউ কেউ মারুতি গাড়ির সাথে দেশলাই বাক্সেরও তুলনা করেন।
এদিন মারুতির চেয়ারম্যান দাবি করেন, এয়ারব্যাগ প্রস্তুতকারকদের মতো বেশ কিছু সংস্থার দ্বারা NCAP একটি বৃহৎ পরিমাণে অর্থায়ন পায়। কেউ কেউ বিশেষ কিছু কারণে NCAP স্ট্যান্ডার্ডের প্রচার শুরু করেছে। দয়া করে এর মধ্যে পড়বেন না। আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে গাড়িগুলিতে NCAP মানগুলি স্থাপন করা দুর্ঘটনার সংখ্যার উপর কোনও উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না।