।। প্রথম কলকাতা ।।
Kolkata Police: কলকাতার রাস্তাঘাটে কোন দূর্ঘটনা ঘটে যখন, কিংবা মানুষ রাস্তাঘাটে আচমকা অসুস্থ হয়ে পড়লে বেশিরভাগ সময়েই তার অন্যতম প্রত্যক্ষদর্শী থাকে পুলিশ কিংবা ট্রাফিকে কর্মরত ব্যক্তিরা। কিন্তু তারা বেশিরভাগই জানে না কীভাবে সেই ‘গোল্ডেন আওয়ারে’ উক্ত ব্যক্তিকে চিকিৎসা করতে হবে। তাই এবার নয়া ট্রেনিং কলকাতা পুলিশের (Kolkata Police)।
কলকাতার এক বেসরকারি হাসপাতালের উদ্যোগে শুরু হল এই বিশেষ ট্রেনিং। টালা পার্কে কলকাতা পুলিশ ট্রাফিক ট্রেনিং স্কুলে এই প্রশিক্ষণ শুরু হল। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের জয়েন্ট ট্রাফিক সি পি সন্তোষ পাণ্ডে, উদ্যোগী হাসপাতালের সিইও সহ অন্যান্যরা।
কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রাফিক সন্তোষ পান্ডে বলেন অনেকের বেঁচে থাকা নির্ভর করে এই গোল্ডেন আওয়ারের ওপর, তাই পুলিশদের এই প্রশিক্ষণ নেওয়া থাকলে অ্যাম্বুল্যান্স আসার আগেই প্রাথমিক চিকিৎসা শুরু করে দিতে পারবেন তারা। বাঁচানো যাবে অনেকগুলি প্রাণ।
মূলত পালস মাপা, সিপিআর অর্থাৎ যে পদ্ধতিতে অসুস্থ বা আহত মানুষের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করা যায় তার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।কলকাতার ২৫ টি ট্রাফিক গার্ডের প্রায় তিন হাজার পুলিশকর্মীকে এই প্রশিক্ষণ দেওয়া হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম