।। প্রথম কলকাতা ।।
ফিট হয়ে ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ফিরতে চলেছেন ফরাসি তারকা করিম বেনজেমা। জানা গেছে তিনি নাকি সম্পূর্ণ ফিট হয়ে অনুশীলনে ফিরেছেন। তবে করিম বেনজেমা ফিফা বিশ্বকাপের ফাইনালে দলে আবার যোগ দিচ্ছেন কিনা সে বিষয়ে মন্তব্য করতে চাননি ফ্রান্স কোচ দিদিয়ের দেসচ্যাম্পস। দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে দিদিয়ের দেসচ্যাম্পসের দল।
বিশ্ব ফুটবলে কান পাতলেই শোনা যাচ্ছে ব্যালন ডি’অর বিজয়ী বেনজেমা রিয়াল মাদ্রিদে সম্পূর্ণ ফিট হয়ে প্রশিক্ষণে ফিরে এসে ফাইনালের জন্য কাতারে ফিরতে পারেন। টুর্নামেন্টের প্রাক্কালে অনুশীলনের সময় উরুতে চোট পেয়ে বাদ পড়েন বিশ্বকাপ থেকে। উল্লেখ্য দেসচ্যাম্পস দলের বেনজেমার স্থলাভিষিক্ত করেননি, যার মানে তিনি এখনও ফেরার যোগ্য। তবে এই প্রসঙ্গে ফ্রান্স কোচ মন্তব্য করতে রাজি হননি।
দেসচ্যাম্পস ফক্স স্পোর্টসকে বলেছেন, “আমি সত্যিই এই প্রশ্নের উত্তর দিতে চাই না।” মিডফিল্ডার অ্যাড্রিয়েন রাবিওট এবং ডিফেন্ডার ডেওট উপমেকানো মঙ্গলবার অনুশীলন না করায় ফ্রান্স শিবির সম্প্রতি অসুস্থতার খবর পাওয়া গেছে। মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে তাদের কাউকেই দেখা যায়নি। এই প্রসঙ্গে ফরাসি কোচ বলেন, আমাদের ফ্লুর মতো উপসর্গের কয়েকটি ক্ষেত্রে দেখা গেছে, আমরা সবাই সতর্ক থাকার চেষ্টা করছি যাতে এটি ছড়িয়ে না পড়ে।”