।। প্রথম কলকাতা ।।
KGF 2: পাত্তা পাচ্ছেননা শাহরুখ-সলমন।। বলিউডে পা দিয়েই খান-কাপুরদের পিছনে ফেলে দিলেন যশ। কেবল তার পারিশ্রমিক দিয়েই তৈরি হতে পারে তিন তিনটে আস্ত সিনেমা। বলিউডকে নিজের জাত চিনিয়ে দিলেন অভিনেতা। প্রথম ছবিতেই যশ নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। রামায়ণে অভিনেতার পারিশ্রমিক শুনলে হেঁচকি উঠবে। রণবীর কত টাকা নিচ্ছেন, জানেন? জানেন ছবির মোট বাজেট কত? টাকার অঙ্কটা একবার শুনেই দেখুন না। গ্যারান্টি দিচ্ছি একটু হলেও চমকে উঠবেন।
এটা তো আর নতুন করে বলার কিছু নেই যে, বলিউড মানেই শাহরুখ-সলমন। সে পারিশ্রমিক হোক আর জনপ্রিয়তা, এই দুই খানকে টেক্কা দেয় কার সাধ্যি? তবে এবার সেই ধারণাকে মিথ্যা প্রমাণিত করে দিয়েছেন যশ। পারিশ্রমিকের নিরিখে বহু পেছনে ফেলে দিয়েছেন বি টাউনের দুই খানকে। শুনলে অবাক হবেন যে, তিনি একাই যে পারিশ্রমিক নিচ্ছেন, তাতে তিন তিনটে আস্ত ছবি তৈরি হয়ে যেতে পারে। ঠিক কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন ‘কেজিএফ’ তারকা? জানা আছে আপনার?
শোনা যাচ্ছে ‘রামায়ণ’ নিয়ে নাকি কোনোরকম রিস্ক নিতে চাইছেন না পরিচালক নীতেশ। এই যেমন, রাবণ চরিত্রের জন্য তিনি যশ ছাড়া কাউকে নেবেনই না। তাতে যশ তার গোটা সাম্রাজ্য চেয়ে বসলেও ক্ষতি নেই। সাম্রাজ্যই বলা যায়। যশ এই একটা ছবির জন্যই নাকি চেয়েছেন ২০০ কোটি টাকা। ভাবতে পারছেন? আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এই টাকায় কতগুলো ছবি তৈরি হতে পারে বলুন তো?
এ তো গেল যশের পারিশ্রমিকের কথা। ছবির মোট বাজেট টা তো একবার শুনে দেখুন। সেটা শুনলে হেঁচকি উঠবে। বলিপাড়ার খবর, মোট ৮৩৫ কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে এই ছবি। এটিই ভারতীয় সিনেমার ইতিহাসে সবথেকে বড় বাজেটের সিনেমা। তাহলেই ভাবুন।
দেখুন এমনিই তো যশ ১০০ কোটির নিচে ছবি করেননা। এই ছবির জন্যেও নাকি প্রথমে ১৫০ কোটা টাকা চেয়েছিলেন তিনি। তবে এই ছবিতে বাড়তি সময় দিতে হবে। সেই কারণে পারিশ্রমিকও বেড়ে হয়ে যায় ২০০ কোটি। রণবীরের পারিশ্রমিকটা জানা যায়নি যদিও। তবে শোনা যাচ্ছে যশের চেয়ে নাকি তা অনেকটাই কম।
এতদিন শাহরুখ, সলমন রণবীররাই বলিউডে ১০০ কোটির উপর পারিশ্রমিক নিতেন। ‘জওয়ান’র জন্য ১২০ কোটি টাকা নিয়েছিলেন শাহরুখ। ‘অ্যানিম্যাল’-এর জন্য রণবীর নিয়েছিলেন প্রায় ১০০ কোটি। সেক্ষেত্রে প্রথম ছবিতেই এতবড় দর হাঁকানোটা কিন্তু সত্যিই রিস্কের ছিল। অবশ্য যশ তো জানেন তিনি কী! নিজের ট্যালেন্ট সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে তার। আর সেই কারণেই রণবীরকে ছাপিয়ে ২০০ কোটি টাকা হাঁকানোর দম দেখিয়েছেন অভিনেতা। নেটিজেনরাও বলছে, ‘যশের এলেম আছে’।
তবে দু’জন হিরোকে এখনও টেক্কা দিতে পারেননি যশ। তারা হলেন আমির খান ও রজনীকান্ত। আমির দঙ্গল-এর জন্য, আর রজনীকান্ত জেইলার-এর জন্য ২২৫ কোটিরও বেশি পারিশ্রমিক নিয়েছেন। যশ যে খুব শীঘ্রই সেই অঙ্কটাও ছুঁয়ে যাবে সেকথা বলাই বাহুল্য।
তবে তিনি যে কেবল টাকা নিয়েই খালাশ, তা কিন্তু নয়। এই ছবির লুক নিয়ে প্রথম থেকেই নাকি বেশ সচেতন যশ। ‘কেজিএফ’-এর ভাবমূর্তি ভেঙে একেবারে নতুনভাবে নিজেকে তৈরি করতে চান অভিনেতা। ইতিমধ্যেই লুক ও শরীরচর্চার দিকে বাড়তি খেয়াল দিয়েছেন। সবকিছু ভুলে মানানসই রাবণ হয়ে ওঠার জন্য কোনও কসরতই বাকি রাখছেননা অভিনেতা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম