।। প্রথম কলকাতা ।।
West Bengal Police: মুক্তির পর দ্বিতীয় সপ্তাহে পা রেখেছে রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিম্যাল’। তবে এই ছবির সাফল্যের ঘোড়া এখনও ছুটছে। এককথায় ‘অ্যানিম্যাল’ ঝড়ে কাবু নেট দুনিয়া। নেটাগরিকরা গা ভাসিয়েছে ‘অ্যানিম্যাল’-এর ট্রেন্ডে। পশ্চিমবঙ্গ পুলিশ সেই ট্রেন্ড ফলো করে এবার সতর্ক করল সাধারণ মানুষকেও। দুর্ঘটনা যাতে কমে, রাজ্য পুলিশ তার জন্যও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি করছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতন করার পরেও এক শ্রেণির মানুষ সচেতন নয় এখনও রাস্তাঘাটে গাড়ি চালানো নিয়ে। এবার তাই পশ্চিমবঙ্গ পুলিশ অ্যনিম্যাল সিনেমার ‘জামাল কুডু’ গান ব্যবহার করে একটি ভিডিয়ো শেয়ার করল।
পশ্চিমবঙ্গ পুলিশ সেই ভিডিয়ো শেয়ার করে লিখেছে, “মানুষ হয়ে রাস্তায় অ্যানিম্যাল-এর মতো গাড়ি চালালে তো এমনই হবে! রাস্তায় সবসময় সতর্ক ও সজাগ থাকুন, কারণ দুর্ঘটনা কখনোই কাম্য নয়।”
কি দেখা যাচ্ছে ভিডিওতে ?
ভিডিও তে দেখা যাচ্ছে একটি চারচাকা গাড়ির ইঞ্জিন স্টার্ট করা। অথচ, গাড়ির চালকের আসনে কেউ নেই। আর এমত অবস্থায় সেই গাড়ি রাস্তার এক পাশ থেকে এগোতে শুরু করেছে, এগোতে এগোতে মাঝরাস্তা পার করে উল্টো দিকের লেনে চলে গিয়েছে গাড়িটি । তখনই উল্টোদিক থেকে একটি ছোট পণ্যবাহী গাড়িও আসছিল। আর একটু হলেই বড়সড় দুর্ঘটনা ঘটতে পার্ট। এরপর দেখা গেল, রাস্তার অন্য প্রান্ত থেকে ছুটে এসে একা একা চলতে থাকা গাড়ির সামনের গেট খুলে চালকের আসনে গিয়ে বসেন এক ব্যক্তি। আর এই কারণেই চালকহীন গাড়ির সঙ্গে একটুর জন্য ধাক্কা লাগতে লাগতে বেঁচেছে সেই গাড়ি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম