।। প্রথম কলকাতা ।।
২০ ফেব্রুয়ারি, তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০০ রান পূর্ণ করলেন হারমনপ্রীত কৌর। এদিন সেন্ট জর্জ পার্কে লরা ডেলানির আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ গ্রুপ ‘বি’ ম্যাচে এই কৃতিত্ব সম্পন্ন করেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে কৌর মাইলফলক থেকে সাত রান দূরে ছিলেন।
Harmanpreet Kaur becomes the first Indian and fourth overall to 3000 runs in Women's T20Is 🎖
Follow LIVE 📝: https://t.co/7KKsxw33nF#INDvIRE | #T20WorldCup | #TurnItUp pic.twitter.com/IdSXuAjVq7
— T20 World Cup (@T20WorldCup) February 20, 2023
অভিজ্ঞ এই ব্যাটার প্রথম ভারতীয় মহিলা যিনি টি-টোয়েন্টিতে এই মাইলফলক অর্জন করেলেন। হারমানপ্রীত বিরাট কোহলি এবং রোহিত শর্মার সঙ্গে এই অভিজাত তালিকায় জায়গা করে নিলেন। তিনি নিউজিল্যান্ডের সুজি বেটস, অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং এবং ওয়েস্ট ইন্ডিজের স্ট্যাফানি টেলরের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মহিলাদের টি-টোয়েন্টিতে ৩০০০ রান করেছেন।