।। প্রথম কলকাতা ।।
১৯ ফেব্রুয়ারি, রবিবার পাকিস্তানের বাবর আজম এবং প্রাক্তন ভারতীয় অধিনায়ক এমএস ধোনির সঙ্গে একটি অভিজাত তালিকায় যোগ দিয়েছেন রোহিত শর্মা। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চার ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়েছে ভারত।
টেস্ট ক্রিকেটে গত ৫০ ওভারের ইতিহাসে শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা এবং বাবর আজম জাতীয় অধিনায়ক হিসেবে প্রথম চারটি টেস্ট ম্যাচ জিতেছেন। গত বছর রোহিত ভারতকে দিমুথ করুনারত্নে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ তে সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। রোহিতের অধীনে ভারত চলতি বর্ডার-গাভাস্কার ট্রফিতেও ২-০ ব্যবধানে এগিয়ে আছে।
ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে জয়লাভ করেন। অন্যদিকে, বাবর জানুয়ারি-ফেব্রুয়ারিতে টেস্টে অধিনায়কের দায়িত্ব নেন এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানকে ২-০ ব্যবধানে জয়ে নেতৃত্ব দেন। এরপর বাবরের নেতৃত্বে দুই ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে ২-০ ব্যবধানে পরাজিত করে পাকিস্তান।