।। প্রথম কলকাতা ।।
চলতি মরসুমের জানুয়ারির দলবদলের একদম শেষ দিনে বিশ্বজয়ী তারকাকে রেকর্ড অর্থে সই করিয়ে বড় চমক দিল চেলসি। রেকর্ড ১২১ মিলিয়ন ইউরোতে বেনফিকা থেকে আট বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। যা ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে রেকর্ড অর্থের চুক্তি। এর আগে ২০২১ সালে ইংল্যান্ডের জ্যাক গ্রিলিশ অ্যাস্টন ভিলা থেকে ১০০ মিলিয়ন ইউরোতে যোগ দিয়েছিলেন ম্যানচেস্টার সিটিতে।
গত বছরের জুলাই মাসে ১০ মিলিয়ন ইউরোতে পর্তুগিজ জায়ান্ট বেনফিকাতে যোগ দেন এই আর্জেন্টাইন মিডিও। ক্লাবে ফুটবলে নজর কাড়েন এনজো ফার্নান্দেজ। কাতার বিশ্বকাপের ঠিক আগেই জাতীয় দলে অভিষেক হয় এই তরুণ তারকার। এনজো ফার্নান্দেজ কাতারে আর্জেন্টিনার সফল বিশ্বজয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। ২০৩১ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তি হয়েছে তাঁর।
এছাড়াও জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু চমক দেখা গেছে। আতলেতিকো মাদ্রিদ থেকে চেলসিতে যোগ দিয়েছেন জোয়াও ফেলিক্স। তবে অল ‘ব্লু’দের জার্সিতে শুরুটা একেবারেই ভালো হয়নি পর্তুগালের এই তরুণ তারকার। প্রথম ম্যাচেই দেখেছেন রেড কার্ড। এছাড়াও দলবদল করে বার্সেলোনা থেকে আতলেতিকো মাদ্রিদে সই করেছেন ডাচ তারকা মেমফিস ডিপাই। জোয়াও ফেলিক্সের বিদায়ের পর আক্রমণভাগে শক্তি ফেরাতে মেমফিস ডিপাইকে দলে নিয়েছে দিয়েগো সিমেওনের দল।
কাতার বিশ্বকাপে নজর কেড়েছিলেন নেদারল্যান্ডসের কোডি গাকপো। এবার তাকেই দলে ভেড়াল লিভারপুল। ডাচ তারকাকে নিতে চেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডও। কোচের সঙ্গে বিবাদে ম্যানচেস্টার সিটি ছেড়েছেন আর এক পর্তুগিজ তারকা জোয়াও ক্যানসেলো। সিটি ছেড়ে জার্মানির বায়ার্ন মিউনিখে পাড়ি দিয়েছেন তিনি। পাশাপাশি চেলসি থেকে জর্জিনহোকে তুলে নিয়েছে আর্সেনাল। একসময় চেলসির পরিচিত মুখ ছিল জর্জিনহো।