Prothom Kolkata

Popular Bangla News Website

শখের বসে জাল ফেলে মিললো বিশালাকৃতির বাঘাইড় মাছ!

||প্রথম কলকাতা||

সখের বসে জাল ফেলে মাছ তৈরি গিয়ে মিললো বিশালাকৃতির এক বাঘাইড় মাছ!

আজ দুপুরে(২৫ জুলাই) বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুঁলিয়ায় পাথর শ্রমিকদের জালে সীমান্তবর্তী নদী মহানন্দায় এ মাছটি ধরা পড়ে। বিশালাকৃতির এই বাঘাইড় মাছটির ওজন প্রায় ২৮ কেজি!

এদিকে মাছটি স্থানীয় এক পাথর ব্যবসায়ী ২০ হাজার টাকায় কিনে নেন।

স্থানীয়রা জানান, কয়েকজন যুবক মিলে শখের বশে বাড়ির সামনে মহানন্দা নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে তাদের জালে বড় মাছ পড়েছে বুঝতে পেরে সবাই মিলে জলে নেমে জাল থেকে মাছটি ধরে বাড়িতে নিয়ে যান। এদিকে বড় মাছ ধরার সংবাদ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করে।

স্থানীয় মৎস্য কর্মকর্তা জানান, দেশি আইড় মাছেরই একটি প্রজাতি বাঘাইড় মাছ। পার্শ্ববর্তী ভারত থেকে যেসব নদীর সংযোগ রয়েছে সেসমস্ত নদীতে এ প্রজাতির মাছ পাওয়া যায়। এই মাছ অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিমান সমৃদ্ধ। এর আগেও এই নদীতে ৪৫ কেজি ওজনের বাঘাইড় মাছ পাওয়া গিয়েছিল।