Prothom Kolkata

Popular Bangla News Website

IPL: আইপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচ আরবে, সিলমোহর দিল আরব অমিরশাহি প্রশাসন

1 min read

।। চন্দন ঘোষ ।।

২৯ মে বিসিসিআই-র বিশেষ সাধারণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আরব আমিরশাহিতে আয়োজিত আইপিএলের বাকি ৩১ ম্যাচ। এবার ভারতীয় বোর্ডের সেই সিদ্ধান্তে সিলমোহর দিল আরব আমিরশাহি ক্রিকেট বোর্ড। আর তার জন্য আমিরশাহির বোর্ড কর্তাদের সাথে আলোচনা সারতে দুবাই উড়ে গেছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বোর্ড সচিব জয় শাহ। সেই মতো আমিরশাহি বোর্ড কর্তাদের সাথে বৈঠকে বসেন বিসিসিআই প্রেসিডেন্ট ও সচিব। সেই বৈঠকেই আরব আমিরশাহি ক্রিকেটে বোর্ড জানায় তারা আইপিএলের বাকি ম্যাচ আয়োজনে বিসিসিআই-কে সবরকম সহায়তা প্রদান করবে।

জানা যাচ্ছে, গতবার যে তিনটি ভেন্যুতে আয়োজিত হয়েছিল আইপিএল। সেই তিনটি ভেন্যুতেই আয়োজিত হবে আইপিএলের বাকি ম্যাচ। সেই তিনটি ভেন্যু হল শারজা, দুবাই ও আবু ধাবি। আগামী সেপ্টেম্বরে শুরু হবে আইপিএলের দ্বিতীয় পর্বের আসর যা শেষ হবে অক্টোবরে। সেপ্টেম্বর-অক্টোবরের ২৫দিনের উইন্ডোতেই সবগুলো ম্যাচ আয়োজিত হবে। এর মধ্যে থাকবে আটটি ডাবল হেডার ম্যাচ। ওই তিনটি ভেন্যু ঘুরে দেখতে কয়েকটাদিন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আমিরশাহিতে থাকবেন বলেও জানা গিয়েছে। এদিনের বৈঠকে সৌরভ-জয় শাহ ছাড়াও উপস্থিত ছিলেন আরব ক্রিকেট বোর্ডের কর্তারা এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি গুলির সাথে হোটেল গুলির কথাবার্তা শুরু হয়ে গেছে। গতবার যে হোটেলে দল গুলি ছিল সেই হোটেলেই থাকার চেষ্টা চালাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলি।