দিলীপের ওপরে হামলা, থানা ঘেরাও বিজেপির

।। বাপি মণ্ডল ।।
দিলীপ ঘোষের ওপর হামলার ঘটনায় রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপি। এদিন কলকাতার যাদবপুর-সহ বিভিন্ন থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করে গেরুয়া শিবির।
বুধবার (০৭ এপ্রিল) কোচবিহারের শীতলকুচিতে নির্বাচনী প্রচারে যাওয়ার সময় একদল দুষ্কৃতী রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলা চালায়। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। আঘাত পান দিলীপও। ওই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা এদিন রাজ্যের সব জেলায় থানা ঘেরাও কর্মসূচি পালন করলেন। প্রথমে বিজেপি সমর্থকরা কলকাতার যাদবপুর থানায় বিক্ষোভ দেখান।
একই ভাবে অন্য জেলাতেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বিজেপি কর্মীদের অভিযোগ, ‘আমাদের দলের রাজ্য দিলীপ ঘোষ উত্তরবঙ্গে ভোটের প্রচারে গিয়েছিলেন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর ওপর হামলা চালিয়েছে। তাঁকে খুনের চেষ্টাও হয়। ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে আমরা থানা ঘেরাও কর্মসূচি পালন করেছি। দোষীদের শাস্তির দাবি জানিয়েছি।’
পিসিসি