Prothom Kolkata

Popular Bangla News Website

খুশির দেশে

।। তানজিলাল সিদ্দিকি ।।

ভোরের হাওয়া আনলো খুশি
নতুন জামা শাড়ি ;
চলো আমরা খুশির দেশে
জমায় খুশির পাড়ি ।

শুনছো ওগো নাও সেজে নাও
নতুন শাড়ি পরো ;
নাতিগুলো আসছে সেজে
ওদের আঙুল ধরো ।

বাহাত্তুরে জননী আমার
ভালোবাসার খনি ;
স্নান করিয়ে সাজিয়ে দিলে
উনিই খুশির মণি ।

মায়ের খুশি, আমার খুশি
নাতির খুশি জুড়ে ;
চলো আমরা খুশির দেশে
যাই খুশিতে উড়ে ।।


‘ভাবনা ভবন’রামপুরহাট বীরভূম