Prothom Kolkata

Popular Bangla News Website

করোনা আক্রান্ত ৬ পাকিস্থানি ক্রিকেটার , নিউজিল্যান্ড সিরিজ নিয়ে বাড়ছে আশঙ্কা

1 min read

।। প্রথম কলকাতা ।।


ক্রিকেটে ফের করোনার থাবা । এবার পাকিস্তান ক্রিকেট দলের ৬ সদস্য করোনা আক্রান্ত । আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু পাকিস্তানের নিউজিল্যান্ড সফর । তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং দুই টেস্টের সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। সূচি অনুযায়ী ১৮, ২০, ২২ ডিসেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। ২৬ ডিসেম্বর থেকে শুরু নিউজিল্যান্ড-পাকিস্তান প্রথম টেস্ট।

আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ২০২১ সালের ৩রা জানুয়ারি থেকে । ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছে গিয়েছে পাকিস্তান ক্রিকেট দল । সেখানেই ৬ সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে । তাদের প্রত্যেকেই আইসোলেশনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড ।

আরো পড়ুন : মাঠে নামার আগে ফিল হিউজ-কে বিশেষ শ্রদ্ধা বিরাট-অজিদের !

এমতাবস্থায় পাকিস্তান, নিউজিল্যান্ড সিরিজ আয়োজন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে । তবে করোনা আক্রান্ত হলেও তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। যদিও এটা জানানো হয়নি যে, ৬ জন করোনা আক্রান্ত ক্রিকেটার নাকি কোচিং স্টাফ বা দলের অন্যন্য সদস্য। ২৪ ডিসেম্বর পাকিস্তান দল নিউজিল্যান্ডে পৌঁছনোর পর বাধ্যতামূলক করোনা টেস্টের রিপোর্ট সামনে আসার পরেই জানতে পারা যায় কারা আক্রান্ত।

যদিও এর ফলে কোয়ারান্টাইনে থাকা পাক দলের সমস্ত সদস্যকেই ৪ বার করোনা টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। আক্রান্তদের ইতিমধ্যেই আইসোলেশনে পাঠানো হয়েছে। বাকি সদস্যরা নেগেটিভ প্রমাণিত হওয়ার আগে পর্যন্ত তাঁদের অনুশীলনে নামার অনুমতি দেওয়া হবে না।