Prothom Kolkata

Popular Bangla News Website

গরম গরম কফি স্যাঁতস্যাঁতে আবহাওয়া, মোনামী দারুণ মুডে!

1 min read

।। প্রথম কলকাতা ।।

নতুন নয় ভালো থাকার মুড তিনি কিনে যাকে বলে একেবারেই ছিনিয়ে নিতে জানেন, তিনি অভিনেত্রী মোনামী ঘোষ। হাজারও ব্যস্ততা তাঁর, তবে তিনি ব্যস্ততা থেকে নিজেকে সময় দিতে জানেন এটা মোনামীর অনুগামীরা জানেন ভালোই।

বেড়াতে যাওয়া -খাওয়া দাওয়া-নাচ -গান -আবৃত্তি সবেতেই তিনি বেঁচে থাকার রসদ গুলো খুঁজে নিতে জানেন। দার্জিলিং থেকে ঘুড়ে এসেই আবারও কাজে মন দিয়েছেন ।

বেড়েছে আবারও ব্যস্ততা তবে শীত পড়বো পড়বো স্যাঁতসেঁতে আবহাওয়ায় এক কাপ গরম কফি নিয়ে নিজের মুডে নিজের সাথে সময় কাটাতে ব্যস্ত মোনামী । কালো পোশাকে দারুণ মানিয়েছে অভিনেত্রীকে।