Burdwan: বর্ধমান স্টেশনে দুর্ঘটনায় মৃত ৩, রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে FIR দায়ের বর্ধমান GRP’র

।। প্রথম কলকাতা ।।

Burdwan: ১৮৯০ সালে তৈরি হয় বর্ধমান স্টেশনের জলের ট্যাঙ্ক গতকাল প্ল্যাটফর্মের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পরে। ঘটনায় মৃত্যু হয় তিনজনের। আহত হন প্রায় ৩৪ জন। ১৩৩ বছরের পুরনো ট্যাঙ্কের কোনও রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণেই নাকি এই দুর্ঘটনা, উঠতে শুরু করে এমনই অভিযোগ। রেল সূত্রে খবর, গতকাল বেলা ১২টা ৮ মিনিটে বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক। যার জেরে বর্ধমান স্টেশনের ১, ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। দুর্ঘটনার গাফিলতি কার জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। এবার বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে ৩ জনের মৃত্যুর ঘটনায় রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে FIR দায়ের করল বর্ধমান GRP। জানা গেছে, ৩০৪ (এ), ৩৩৮ ছাড়াও রেলওয়ে অ্যাক্টের ধারায় বর্ধমান GRP মামলা রুজু করেছে ।

ঠিক কি ঘটেছিল ?

বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে বিপত্তি। গতকাল দুপুর ১২টা ১০ নাগাদ স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ২৫ হাজার ৮০০ লিটারের একটি জলের ট্যাঙ্ক আচমকা ভেঙে পড়ে। ঘটনার সময় গোটা স্টেশন চত্বর জুড়ে ছিল প্রচন্ড ভিড়। সেই সময় এই বিপত্তিটি ঘটে। ঘটনার পরেই আরপিএফ এবং দমকলকে খবর দেওয়া হয়। দুর্ঘটনার পরই পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে তৎপর রেল কর্তৃপক্ষ। আর এই দুর্ঘটনার পর রেলের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয় । রেলের তরফে যোগাযোগ করতে বলা হয়েছিল 033-2640 2242 এবং 22933 এই দুটি নম্বরের। শুধু রেল নয় এর পাশাপাশি, রাজ্য সরকারের তরফেও বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যাতে চিকিৎসার সুব্যবস্থা হয় সেদিক নজর রাখা হয়েছে। শুধু গতকালই নয় এর আগে ২০২০ সালে ৪ জানুয়ারি, তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল শতাব্দী প্রাচীন বর্ধমান স্টেশনের মূল প্রবেশপথের একাংশ। মৃত্যু হয়েছিল একজনের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version