Prothom Kolkata

Popular Bangla News Website

ডাস্ট অ্যালার্জিতে ভুগলে, জেনে নিন ঘরোয়া টোটকা

1 min read

।। শর্মিলা মিত্র ।।

একে করোনা আবহ। পাশের মানুষটি হাঁচলে বা কাশলে সঙ্গে সঙ্গে সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করা হয় তার উপর। তার সঙ্গে যোগ হয়েছে এই আবহাওয়া। আর জানা গিয়েছে, দিওয়ালি আসার আগেই আবারও দূষণের মাত্রা বাড়ছে কলকাতার আকাশে।

আর এরই মধ্যে প্রকোপ বাড়ছে ডাস্ট অ্যালার্জির।

জানা যায়, ডাস্ট অ্যালার্জির প্রধান কারণ হল বাতাসে ভাসমান ধূলিকণা। গাছ, ফুল ও ঘাসের মধ্যে থাকা পোলেন কণা বাতাসে মিশে যায়। শ্বাস প্রশ্বাসের সঙ্গে সেই কণা শরীরের ভেতর প্রবেশ করে যায়।

পাশাপাশি, মোল্ড নামে এক ধরনের ফাঙ্গাসও ভাসে বাতাসে,  এই ফাঙ্গাসও ডাস্ট অ্যালার্জির একটি কারণ হিসেবে জানা যায়।

ডাস্ট অ্যালার্জির কারণে অনবরত নাক থেকে জল পড়া,  ঘন ঘন হাঁচি ও কাশি হয়। আর তাই  ডাস্ট অ্যালার্জির হাত থেকে বাঁচতে ঘন ঘন ওষুধ না খেয়ে ঘরোয়া টোটকা ব্যবহার করারই পরামর্শ দেন চিকিৎসকেরা।

ঘরোয়া টোটকাগুলির মধ্যে অন্যতম হল দিনে দু চামচ খাঁটি মধু। যা ডাস্ট অ্যালার্জি প্রতিরোধে অব্যর্থ। এছাড়াও, উষ্ণ জলে দু চামচ অ্যাপেল-সিডার ভিনিগার মিশিয়ে খেলেও ডাস্ট অ্যালার্জি থেকে উপকার পাওয়া যায়। এছাড়া, এক কাপ দুধে হাফ চামচ হলুদ ও এক চিমটে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খেলেও খুব তাড়াতাড়ি উপকার পাওয়া যায়। এছাড়াও অ্যালোভেরার রসও ডাস্ট অ্যালার্জি রুখতে ভালো কাজ করে বলে জানা যায়।