Prothom Kolkata

Popular Bangla News Website

বাংলাদেশের ১০০ মুক্তিযোদ্ধাকে চিকিৎসা দেবে ভারত

1 min read

।। প্রতীক রায় ।।

প্রতি বছর ১০০ জন মুক্তিযোদ্ধাকে চিকিৎসাসেবা প্রদানের নতুন প্রকল্প চালু করেছে ভারত সরকার। এ প্রকল্পের আওতায় ভারতীয় সশস্ত্র বাহিনীর হাসপাতালগুলোতে বিনামূল্যে মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দেয়া হবে।

ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় হাই কমিশন ও বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে বাংলাদেশের সব জেলা থেকে অসুস্থ মুক্তিযোদ্ধাদের বাছাই করবে। এ বছরও ১০০ জন মুক্তিযোদ্ধাকে নির্বাচিত করে ভারতীয় সশস্ত্র বাহিনীর হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা দেয়া হবে।

এ বিষয়ক একটি বিজ্ঞাপন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.molwa.gov.bd ) এবং ১৬ জুলাই, ২০১৯ স্থানীয় ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকায় প্রকাশিত হয়েছে। আবেদনকারীদের ওয়েবসাইট দেখে নির্ধারিত ফরমে ২২ আগস্ট, ২০১৯ এর মধ্যে নিজ নিজ জেলার সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন জমা দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

পিসি/