Prothom Kolkata

Popular Bangla News Website

বিধানসভা অধিবেশনের ২ দিন আগে পাঞ্জাবের ২৩ মন্ত্রী, বিধায়ক করোনা পজিটিভ

1 min read

।।প্রথম কলকাতা।।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বুধবার জানালেন, ২৮শে আগস্ট বিধানসভা অধিবেশন শুরুর ঠিক ২ দিন আগে ২৩ জন মন্ত্রী, বিধায়ক করোনা পজিটিভ হয়েছেন। ৭টি বিরোধী-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্সে তিনি একথা জানান।

এই কথা বলে অমরিন্দর বোঝান, এখন জেইই-নিট পরীক্ষা হওয়ার মত পরিস্থিতি নেই। তিনি বলেন, বিধায়ক ও মন্ত্রীদের যদি এই দশা হয় তবে সাধারণ মানুষের অবস্থা সহজেই অনুমেয়।

জানা গেছে, অমরিন্দর তাঁর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অতুল নন্দাকে নির্দেশ দিয়েছেন, অন্যান্য বিরোধী-শাসিত রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রেথে নিট-জেইই পরীক্ষা পেছোতো সুপ্রিম কোর্টে সম্মিলিত পর্যালোচনা আর্জি দাখিল করতে উদ্যোগ নিতে।