Prothom Kolkata

Popular Bangla News Website

Ditipriya Roy: ‘পুজো মানেই কলকাতা, আর প্রেম মানেই…’, কী? পুজোর আড্ডায় জানালেন দিতিপ্রিয়া

1 min read

।।  প্রথম কলকাতা ।।

Ditipriya Roy’s Durga Puja Plan 2022: দিতিপ্রিয়া রায়। নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রানি রাসমণির মুখ। আসবে নাই বা কেন দীর্ঘদিন ধরে ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করেই জনমানবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন এই ছোট্ট দিতিপ্রিয়া। তবে এখন সেই মেয়ে নিজেকে ভেঙে অভিনয় করছেন ‘আয় খুকু আয়’, ‘কলকাতা চলন্তিকা’র মতো ছবিতে। শুধু তাই নয় পুজোয় নতুন সিরিজ নিয়ে ওটিটিতে আসছেন অভিনেত্রী। পুজোয় আসছে তাঁর অভিনীত ‘বোধন’। তাই নিয়েই তুমুল ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটছে অভিনেত্রীর। তবে কাজের মাঝে পুজো নিয়ে কী কী প্ল্যানিং সেরেছেন অভিনেত্রী? পুজো মনে দিতিপ্রিয়ার কাছে কী? সম্প্রতি এক সাক্ষাৎকারে পুজোর আড্ডায় মুখ খুলেছেন অভিনেত্রী।

দিতিপ্রিয়ার কথায়, “আমার কাছে পুজো মানেই প্রাণের শহর কলকাতা। আরও ভালোভাবে বললে-পাড়ার পুজো”। পুজোয় সাবেকিয়ানা নাকি ছক ভাঙা থিম পুজো কোনটার প্রীতি বেশ ভালোলাগা দিতিপ্রিয়ার? বলাই বাহুল্য, সাবেকিয়ানাই পছন্দ অভিনেত্রীর, যৌথ পরিবারে বড় হওয়ায় অভিনেত্রী জানেন, একসঙ্গে মিলেমিশে পুজোর সেলিব্রেশনে মেতে ওঠবার আনন্দটাই আলাদা। তাই থিম পুজোর চাকচিক্যের দিকে খুব বেশি টান নেই অভিনেত্রীর।

তাঁর কথায়, পাড়ার পুজো ও বাড়ির পুজোর মধ্যে খুব একটা পার্থক্য নেই আমার কাছে। পাড়ার পুজো বাড়ির পুজোর মতোই। পুজোর চারদিন নতুন জামা পরে প্যান্ডেলেই কাটাই। আর পুজো মানেই বাড়ির রান্নাঘার তালাবন্ধ, প্যান্ডেলেই জমিয়ে ভোগ খাওয়ার পর্ব চলে।” দিতিপ্রিয়ার কথায়, “ঠাকুর আনা থেকে বিসর্জন অবধি দায়িত্ব থাকে আমার।” বলাই বাহুল্য এবারও রানিমার কাঁধে পাড়ার পুজোর একাধিক গুরুদায়িত্ব রয়েছে।

বাঙালির দুর্গাপুজোয় সবচেয়ে স্পেশাল যেটা সেটা হল অষ্টমী। সেই অষ্টমীর কিংবা অষ্টমীর অঞ্জলী কতটা স্পেশাল অভিনেত্রীর কাছে? বলাই বাহুল্য বাকিদের মতোই ছোটবেলা থেকে দিতিপ্রিয়ার কাছে অষ্টমীর সকাল খুব গুরুত্বপূর্ণ। পরিবারের সবাই মিলে একসঙ্গে অঞ্জলি। সাজেও ঘিরে থাকে মিলনের সুর। অষ্টমীর সকাল তাই তাঁর মনের খুব কাছের।

আর পুজোর প্রেম? বন্ধুদের সাথে আড্ডা-খাওয়া দাওয়ার মাঝে পুজোর প্রেমও সবার জীবনে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই সবার মতো পুজোর প্রেম কতটা স্পেশাল দিতিপ্রিয়ার কাছে? উত্তরে অভিনেত্রীর সাফ কথা, “আমার কাছে পুজোর প্রেম মানে আমার পরিবারের প্রতি এবং আমার বন্ধুবান্ধবদের প্রতি ভালবাসা।”

তবে হ্যাঁ, বার্তা রয়েছে বিশেষ মানুষটির জন্যেও। পর্দার রাসমণি হাসতে হাসতেই বললেন, “আজ অবধি প্রেম আসেনি তো কী বলব? আর প্রেম এলেও তাকে এখানেই আড্ডা দিতে আসতে হবে।”

প্রসঙ্গত, এ বিষয়ে কোনও সন্দেহ নেই, যে দিতিপ্রিয়া পুরোদস্তুর সিঙ্গল। আসলে প্রেম নিয়ে বেশ ‘ভয়ে’ আছেন অভিনেত্রী। সম্প্রতি প্রেম প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, “আমি অনেক ভেবেছি, বেশ কয়েকবার চেষ্টাও করেছি। আমার খুব ভয় লাগে। আমার দায়িত্ব নিতে খুব ভয় করে। আমার মনে হয় একটা সম্পর্কের দায়িত্ব নেওয়ার মতো ম্যাচিওর আমি নই এখনও। একটা গাছকেও বড় করতে অনেক যত্ন লাগে, প্রেমের ক্ষেত্রেও সেটা লাগে। একটু সময় দিতে হবে। সবটা খেলার ছলে হয় না। সেটা খুব সহজাত। সঠিক সময়ের অপেক্ষায় আছি।”

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories