Prothom Kolkata

Popular Bangla News Website

সস্তা হবে পেট্রোল-ডিজেল! হু হু করে কমছে অপরিশোধিত তেলের দাম

1 min read

।। প্রথম কলকাতা ।।

জ্বালানির দামের ঠেলায় সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। যদিও বেশ কয়েক মাস কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। তবে এবার পেট্রোল-ডিজেলের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ আন্তর্জাতিক স্তরে অপরিশোধিত তেলের দামে পতন দেখা দিয়েছে। গত সাত মাসের হিসেবে সেপ্টেম্বরে দাম নেমেছে সর্বনিম্ন স্তরে। তাই অনেকে মনে করছেন, পেট্রোল-ডিজেলের দাম অনেকটা কমতে পারে। আগস্ট মাসের প্রথম দিকে অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ কমেছে, যা গত ছয় মাসের থেকে সর্বনিম্ন স্তরে অবস্থান করছিল।

সেপ্টেম্বরেও একইভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে দেখা গিয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৯২ ডলারের নিচে নেমে এসেছে। এটি ৭ মাসের মধ্যে সর্বনিম্ন স্তর। আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের দাম কমার বেশ কয়েকটি সুবিধা রয়েছে। এক্ষেত্রে সাধারণ গ্রাহকরাও উপকার পেতে পারেন। কারণে এর ফলে দেশে পেট্রোল এবং ডিজেলের দাম কমার সম্ভাবনা তৈরি হয়।

ইতিমধ্যেই জ্বালানি সংকটে বিশ্বের বেশিরভাগ দেশ। সারা বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়ছে। অনেক দেশের অর্থনীতির চাপের মুখে রয়েছে। যার কারণে অপরিশোধিত তেলের চাহিদা কমছে। ভারত তার প্রয়োজনীয় তেলের প্রায় ৮৫ শতাংশের বেশি আমদানি করে। এমন পরিস্থিতিতে অপরিশোধিত তেলের দামের প্রভাব ভারতকে অনেকটাই প্রভাবিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জ্বালানির দাম কমলে স্বস্তি পাবেন সাধারণ মানুষ।

চলতি বছরে মে মাসে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে কেন্দ্রীয় সরকার জ্বালানির উপর আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। বেশ কয়েক মাস হয়ে গিয়েছে ,দেশে পেট্রোল আর ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories