Prothom Kolkata

Popular Bangla News Website

‘হর ঘর তেরঙ্গা’, মোদীর আবেদনে সাড়া দেবের! বাড়িতে তুললেন জাতীয় পতাকা

1 min read

।।  প্রথম কলকাতা ।।

Independence day 2022 : আজ ১৫ অগাস্ট। ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাড়া দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার অমৃত মহোৎসব। সেই সঙ্গে টলিউড অভিনেতা তথা তৃণমূলের সাংসদ দেবের মনে প্রতিধ্বনিত হচ্ছে ‘হর ঘর তিরঙ্গা, ঘর ঘর তিরঙ্গা’!আর সেই উপলক্ষ্যেই কী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিজের বাড়িতে তেরঙ্গা ওড়ালেন দেব (Dev)! রবিবার রাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। ভিডিওতে দেখা যাচ্ছে নিজের বাড়ির টেরেসে তেরঙ্গা উত্তোলন করেছেন অভিনেতা। সংশ্লিষ্ট ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘মা তুঝে সালাম’ গানটি।

স্বাধীনতার প্রাক্কালে ভিডিও শেয়ার করে ক্যাপশনে দেব লেখেন, “প্রাউড ইন্ডিয়ান।” বাংলায় যার অর্থ, “গর্বিত ভারতীয়।” কমেন্ট বক্সে অনেকেই Har Ghar Tiranga হ্যাশট্যাগ দিয়ে পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে। তবে অভিনেতা কিন্তু সেই হ্যাশট্যাগ ব্যবহার করেননি। তবুও কমেন্ট বক্সে অনেকে খোঁচা দিয়ে তৃণমূল সাংসদকে প্রশ্ন করেন, তিনি কেন্দ্রের Har Ghar Tiranga ক্যাম্পেইনে অংশ নিয়েছেন কিনা। যদিও তাঁর উত্তর দিতে দেখা যায়নি দেবকে।অন্যদিকে শুধু ইনস্টাগ্রাম নয়, গতকাল ফেসবুক পেজেও আজকের দিনের কথা মাথায় রেখে এক গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন অভিনেতা। লিখেছেন, আগামীকাল তথা ১৫ অগাস্ট সকাল ১১টায় আমার জীবনের সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্টের সাক্ষী হওয়ার জন্য টাইমার সেট করে রাখুন।

আগামীকাল দেখা হবে!” দেবের আপলোড করা স্ট্যাম্পের ছবিতে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের (Bagha Jatin) ছবি দেখা গিয়েছে। বোঝাই যাচ্ছে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পর এবার বাঘা যতীনের চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের সকালে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করবেন তিনি।উল্লেখ্য, কিছুদিন ধরেই টলিউডে কান পাতলে শোনা যায় স্বাধীনতা সংগ্রামীর জীবন কাহিনী নিয়ে টলিউডে আসছে নতুন ছবি। নাম ‘বাঘা যতীন’। আর সেখানেই পরিচালক অরুন রায়ের পরিচালনায় তৈরি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন তিনি। একই সাথে থাকবেন প্রযোজনার দায়িত্বে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories