Prothom Kolkata

Popular Bangla News Website

অক্ষয়ের ‘রক্ষা বন্ধন’ কী পারলো আমিরের ‘লাল সিং চড্ডা’কে টেক্কা দিতে ? কী বলছে বক্স অফিস?

1 min read

।। প্রথম কলকাতা ।।

বর্তমানে বলিউডে সবচেয়ে চর্চিত সিনেমা গুলির মধ্যে একটি আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’। গত ১১ অগাস্ট প্রেখাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। আর এই দিনেই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘রক্ষা বন্ধন’। একই দিনে দুই তাবড় অভিনেতার ছবি মুক্তির পর তৃতীয় দিনে কে কাকে কতো কোটিতে টক্কর দিল বক্স অফিসে? চলুন জেনে নেওয়া যাক বক্স অফিসের সমীক্ষা।

প্রথমেই আসা যাক অদ্বৈত চন্দন পরিচালিত আমির অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছবির ক্ষেত্রে। শুরু থেকেই অস্কারজয়ী হলিউড ছবির ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক ঘিরে চলেছে নানাবিধ বিতর্ক। উঠেছে বয়কটের ডাক। প্রথম দিন থেকেই বক্স অফিসে ছক্কা হাঁকাতে ব্যর্থ আমির খান এবং করিনা কাপুর খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’। এরই মাঝে দ্বিতীয় দিনে দেশ জুড়ে ‘লাল সিং চাড্ডা’র ১৩০০ শো বাতিল করেছেন বিভিন্ন প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষ। প্রথম দিন সব মিলিয়ে এসেছে ১০-১১ কোটি টাকা। শনিবার তৃতীয় দিন দ্বিতীয় দিন শুক্রবারের তুলনায় ২০ শতাংশ আয় বেড়ে দাঁড়ায় ৮.৭৫ কোটি টাকা। সপ্তাহান্তে মোট আয় ২৭.৭১ কোটি টাকা।

এর মধ্যে দিল্লি, উত্তরপ্রদেশ এবং পূর্ব পঞ্জাব থেকেই মূলত ৪০ শতাংশ আয় হচ্ছে ছবির। অন্যদিকে মহারাষ্ট্র, গুজরাতে একেবারে অন্যরকমের চিত্র চোখে পড়ছে। এমন অবস্থায় ছবির আয় নিয়ে উদ্বেগে প্রকাশ করেছেন বাণিজ্যক বিশ্লেষকরা। ১০০ কোটি ছুঁতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে তাঁদের মনে।

অন্যদিকে একই দিনে মুক্তি প্রাপ্ত ছবি ‘রক্ষা বন্ধন’ এর মোট আয় সবে পেরিয়েছে ২০-র গন্ডি। রাখির দিনে বক্স অফিসে মুক্তি প্রাপ্ত এই ছবির প্রথম দিনের আয় মাত্র ৭.৫০ কোটি থেকে ৮.৫০ কোটি। দ্বিতীয় দিনে ছবিটির সংগ্রহ প্রায় ২২ শতাংশ কমে হয়েছে ৬.৪০ কোটি টাকা। তৃতীয় দিনে বক্স অফিসের সংগ্রহে মাত্র ৫.৭৫ কোটি টাকা। বলাই বাহুল্য শুক্র-শনি-রবিবারের ট্রেন্ডের উপরই নির্ভর করবে আগামী সপ্তাহে ‘রক্ষা বন্ধন’-এর ভবিষ্যত। উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থানের মতো হিন্দিভাষী জায়গা গুলোইতে সবচেয়ে বেশি আয় করেছে এই ছবি। তবে মুম্বই, পুণে, কলকাতা, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে এ ছবির ব্যবসা ততটা ভালো নয়।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories