Prothom Kolkata

Popular Bangla News Website

রাখির বিকালে আচমকাই কেঁপে উঠল দুই বাংলা, ভারত-বাংলাদেশে হাল্কা ভূমিকম্প

1 min read

।।প্রথম কলকাতা।।

রাখির বিকালে আচমকাই কেঁপে উঠল দুই বাংলা। হাল্কা কম্পন অনুভূত হয়। এখনও অবধি বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।বাংলাদেশের ক্ষেত্রে জানা গেছে, ভূমিকম্পটি ৩ সেকেন্ড স্থায়ী ছিল। মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে হওয়া এ ভূকম্পনে কোথাও কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আমিরুল আজাদ এসব তথ্য নিশ্চিত করেন।

রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা কত ছিল, তা জানতে অপেক্ষা করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।অন্যদিকে কেঁপে উঠল ভারতও। বিকেল ৫টা নাগাদ কম্পন অনুভূত হয়। পশ্চিমবঙ্গের নদিয়া, উত্তর ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮।

তবে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্তের ৯ কিলোমিটার ভিতরে ভূমিকম্পের উৎসস্থল। বিকেল ৪টে ৫৯ মিনিটে বাংলাদেশের ভূমিকম্প হয় যার পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে এ বাংলাতেও। আচমকা মাটি কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। শহর কলকাতায় ভূমিকম্প তেমন অনুভূত হয়নি।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories