CWG : রাবি দাহিয়ার পর কুস্তিতে সোনা জয় ভিনেশ ফোগাটের

।। প্রথম কলকাতা ।।
শ্রীলঙ্কার কুস্তিগীর মাদুরাভালাগে ডনকে হারিয়ে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকের হ্যাটট্রিক সম্পূর্ণ করলেন ভিনেশ ফোগাট। হরিয়ানার কুস্তিগীর মহিলাদের ৫৩ কেজিতে শ্রীলঙ্কাকে হারিয়ে কুস্তিতে নয়টি পদক নিয়ে এলেন।