Prothom Kolkata

Popular Bangla News Website

CWG 2022 : ইতিহাস গড়ে লন বোলে ভারতের দ্বিতীয় পদক ! রৌপ্যপদক জয় ভারতের পুরুষ ফোর টিমের

1 min read

।। প্রথম কলকাতা ।।

শনিবার বার্মিংহামে লন বোল ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫-১৮ ব্যবধানে পরাজিত হয় পুরুষদের ফোর টিম। সেই সঙ্গে কমনওয়েলথ গেমস ২০২২-এ লন বোল প্রতিযোগিতায় ভারত রৌপ্যপদক জয় করে। ভারতের ফোর টিমের সদস্যরা হলেন সুনীল বাহাদুর, নবনীত সিং, চন্দন কুমার সিং এবং দিনেশ কুমার।

১৯৯৮ সালের পর দ্বিতীয়বার রৌপ্যপদক জয় করল ভারতের পুরুষদের ফোর টিম। এর আগে বার্মিংহাম ২০২২ কমনওয়েলথ গেমসে মহিলাদের ফোর টিম ঐতিহাসিক স্বর্ণপদক জয়ের পরে এটি ছিল লন বোলে ভারতের দ্বিতীয় পদক ৷

Categories