Prothom Kolkata

Popular Bangla News Website

Bihar: ঘাটের কাছে নৌকায় ভয়াবহ বিস্ফোরণ, ঘটনা স্থলেই মৃত ৪

।। প্রথম কলকাতা ।।

বিহারে মাঝগঙ্গায় নৌকায় ভয়াবহ বিস্ফোরণ। গ্যাসের সিলিন্ডার ফেটে গিয়ে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলেই ৪ জন মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু মানুষ। স্থানীয়দের সাহায্যে আহতদের হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করে পুলিশ। ঘটনাটি করেছে বিহারের দানাপুরে।জানা যাচ্ছে, এই নৌকায় অন্তত ২০ জন যাত্রী ছিলেন।

আরো পড়ুন : ছত্রিশগড়ের রেগদগট্টা গ্রামে অজানা রোগে ৬১ জনের মৃত্যু, উদ্বিগ্ন প্রশাসন

গ্যাস লিক করে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে বলে, অনুমান করছে পুলিশ। হঠাৎ বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে যায়। স্থানীয় মানুষেরা জানিয়েছেন, ঘাটের কাছে এক নৌকায় তীব্র বিস্ফোরণ ঘটে। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, এই নৌকায় অবৈধভাবে বালি তোলা হয়েছিল। গঙ্গার ধার থেকে অবৈধভাবে বালি তুলে এই সমস্ত নৌকায় নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। জানা যাচ্ছে, এরা সকলেই শ্রমিক। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নৌকায় ২০ জন যাত্রী ছিলেন। অভিযোগ, পুলিশের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে চলছে বেআইনি বালি পাচার। তবে, আজকের দুর্ঘটনা থেকে পুলিশের নজর এড়ানো সম্ভব হয়নি। তবে, এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories