ব্রেকিং : রেকর্ড গড়ে পুরুষদের ৩ হাজার মিটার স্টিপলচেজে রৌপ্যপদক জয় করলেন অবিনাশ সাবলে

।। প্রথম কলকাতা ।।
পুরুষদের ৩০০ মিটার স্টিপলচেজে রৌপ্যপদক জয় করলেন অবিনাশ সাবলে। অবিনাশ সাবলে পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেসে রৌপ্য পদক জিতে নিজের ব্যক্তিগত সেরা এবং জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছেন। এই নিয়ে ভারতের ঝুলিতে ২৮টি পদক।
অবিনাশ সাবলে শনিবার যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস ২০২২-এ ভারতের প্রথম স্টিপলচেজ পদক জিততে ৮:১.২০ মিনিটে রেকর্ড ৯তম বারের জন্য জাতীয় রেকর্ড ভেঙেছেন। ২০১৮ গোল্ড কোস্টের রৌপ্য পদক বিজয়ী কেনিয়ার আব্রাহাম কিবিওত ভারতের অবিনাশকে ০.০৫ সেকেন্ডের ব্যবধানে হারিয়ে স্বর্ণ জিতেছেন। কেনিয়ার বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন আমোস সেরেম ব্রোঞ্জ জিতেছেন ৮:১৬.৮৩।