Prothom Kolkata

Popular Bangla News Website

আজ উপরাষ্ট্রপতি নির্বাচন, ভোটদানে বিরত তৃণমূল, শিশির- দিব্যেন্দুকে চিঠি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

।।প্রথম কলকাতা।।

আজ উপরাষ্ট্রপতি নির্বাচন। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সংসদ ভবনে চলবে ভোটগ্রহণ। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। শনিবার নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় থেকে দলীয় সাংসদদের নির্দেশ দিলেন লোকসভায় সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে চিঠি দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

কাঁথি ও তমলুকের দুই সাংসদকে লেখা চিঠিতে বলা হয়েছে, উপরাষ্ট্রপতি পদে ভোটদানে বিরত থাকছে তৃণমূল। কারণ এর আগে, এনডিএ প্রার্থী জগদীপ ধনকড়ের পক্ষে সওয়াল করেন শিশির অধিকারী। তাই তৃণমূল কংগ্রেসের অনুমান, জগদীপ ধনকড়কেই ভোট দেবেন শিশির ও দিব্যেন্দু। তাই দলের অবস্থান জানিয়ে দুই সাংসদকে চিঠি তৃণমূলের।

উপরাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে এনডিএ প্রার্থী বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিরোধী জোটের প্রার্থী হয়েছেন কংগ্রেসের মার্গারেট আলভা। বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর উপরাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হতে চলেছে ১০ আগস্ট। অন্যান্য নির্বাচনের মত দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনে দেশের সাধারণ নাগরিক অংশ নিতে পারবেন না। জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচিত হন দেশের উপরাষ্ট্রপতি। গোপন ব্যালটে ভোটদান করবেন সাংসদরা। গোপন ব্যালটে নির্বাচন হওয়ার কারণে সংসদের সকল সদস্যকে নির্ভয়ে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories