Prothom Kolkata

Popular Bangla News Website

Weather Update: ভারী বৃষ্টির সতর্কতা কলকাতায়, নিম্নচাপের দাপট দক্ষিণের অধিকাংশ জেলাতে

1 min read

।। প্রথম কলকাতা।।

উত্তম-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। আর এবার সেই নিম্নচাপের জেরে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে। যদিও আজ সকাল থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে তবে এই বৃষ্টি নিম্নচাপের জন্যে নয়। মূলত নিম্নচাপটি তৈরি হবে আগামীকাল অর্থাৎ রবিবার। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা কিংবা আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। টানা বৃষ্টি কলকাতা সহ কোন জেলাতেই হবে না।

রবিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার ফলে সোমবার পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূল অঞ্চল গুলিতে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে । এই নিম্নচাপের ফলে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় সব থেকে বেশি বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে। মঙ্গল এবং বুধবার এই দুটি জেলা সহ ভারী বৃষ্টি দেখা যাবে কলকাতাতেও । এছাড়াও বুধবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনায়। নিম্নচাপটি রবিবার তৈরি হলেও তার শক্তি বাড়বে সোমবার।

এর ফলে আগামী মঙ্গল এবং বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর । মূলত এই জেলাগুলি গাঙ্গেয় উপকূল এবং উপকূল সংলগ্ন । তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা-মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে থাকবে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য লাল সর্তকতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। সোমবার থেকে তাদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া দফতর। একই সঙ্গে যারা বর্তমানে সমুদ্রে রয়েছেন তাদেরকে রবিবারের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories