ব্রেকিং : পাকিস্তানী প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ৮৬ কেজি বিভাগে সোনা জিতলেন দীপক পুনিয়া

।। প্রথম কলকাতা ।।
বার্মিংহামে চলতি কমনওয়েলথ গেমসে কুস্তিতে পুরুষদের ৮৬ কেজি বিভাগে সোনা জিতলেন দীপক পুনিয়া। পাকিস্তানের মুহাম্মদ ইনামকে হারিয়ে সোনা জয় করেছেন।
পুরুষদের ৮৬ কেজি বিভাগে জেতেন দীপক পুনিয়া। ভারতের কুস্তিগীর ৩ মিনিট ২২ সেকেন্ডে নিউজিল্যান্ডের ম্যাথিউ অক্সেনহামকে হারিয়ে পুরুষদের ৮৬ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে ওঠেন। পুনিয়া ১০টি টেকনিক্যাল পয়েন্ট অর্জন করে পরাজিত করেন অক্সেনহামকে। এরপর কোয়ার্টার ফাইনালে সিয়েরা লিওনের শেকু কাসেগবামাকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন দীপক পুনিয়া। সেমিফাইনালে তিনি কৌশলগতভাবে উচ্চতর লড়াইয়ে কানাডার মুরকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন।