CWG : কুস্তিতে ভারতের বাজিমাত ! দেশকে সোনা এনে দিলেন বজরং পুনিয়া ও সাক্ষী মালিক

।। প্রথম কলকাতা ।।
বার্মিংহামে চলতি কমনওয়েলথ গেমসে কুস্তিতে পুরুষদের ৬৫ কেজি বিভাগে সোনা জিতলেন বজরং পুনিয়া। বজরং পুনিয়া কানাডার ম্যাকনিলের বিরুদ্ধে ৯ -২ ব্যবধানে জয়ী হয়ে সোনা জিতেছেন। ২১ বছর বয়সী কানাডিয়ান যুবক কঠোর প্রচেষ্টা করলেও এটি যথেষ্ট ছিল না কারণ বজরং কমনওয়েলথ গেমসে তার ৩য় পদক জিততে তার সমস্ত অভিজ্ঞতা এবং দক্ষতা ব্যবহার করেছিল।
নাউরুর লো বিংহামকে ৪-০ ব্যবধানে হারিয়ে পুরুষদের ৬৫ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে ওঠেন ভারতের বজরং পুনিয়া। রাউন্ড অফ ১৬ ম্যাচে প্রতিপক্ষকে হারাতে পুনিয়ার সময় লেগেছিল মাত্র ১ মিনিট ৪৭ সেকেন্ড। কোয়ার্টার ফাইনালে মরিশাসের জিন গুইলিয়ান জোরিস বন্দউয়ের বিরুদ্ধে জয়ে সেমিতে পৌঁছান বজরং। শেষ চারে ৯০ সেকেন্ডে ইংল্যান্ডের জর্জ রামকে ১০-০ ব্যবধানে পরাজিত করে পদক নিশ্চিত করেন ভারতীয় কুস্তিগীর।
অন্যদিকে সাক্ষী মালিক তিনি তার ৩য় কমনওয়েলথ গেমসের পদক জিতেছেন। কমনওয়েলথ গেমসে এটা তার প্রথম স্বর্ণপদক। তিনি কানাডার আনা গঞ্জালেজকে হারিয়ে মহিলাদের ৬২ কেজি বিভাগে সোনা জিতেছেন।