চালের দামে আগুন, মাথায় হাত আমজনতার

।।প্রথম কলকাতা।।
লাফিয়ে বাড়ছে চালের দাম। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মধ্যে এবার চালের দামেও আগুন। ঘর-গেরস্থালির জিনিস কিনতে আরও বেশি করে যে পকেট ফাঁকা হবে, তা বলার অপেক্ষা রাখে না। বিক্রেতাদের মতে, প্রায় সব ধরনের চালের দাম ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। চালের দাম বাড়ার ফলে মধ্যবিত্তরা যেমন সমস্যায় পড়েছেন, তেমনই ব্যবসায় লাভের মুখ কম দেখছেন বিক্রেতারা।
কেজিপ্রতি কোন চালের দাম কত?
মিনিকেট চালের দাম বেড়ে হয়েছে ৫০ টাকা
প্রতি কেজি চামনমণি চালের দাম ৫৫ টাকা
বাঁশকাঠি চালের দাম বেড়ে ৬০ থেকে ৬৫ টাকা
গোবিন্দভোগের দাম ৮০ থেকে ৯০ টাকা
কেজিপ্রতি বাসমতি চালের দাম হয়েছে ১২০ টাকা
বিক্রেতাদের দাবি, প্রায় সব ধরনের চালের দামই বেড়েছে। এদিকে শাকসবজি থেকে রান্নার গ্যাস সবকিছু কিনতেই পকেটে ছ্যাঁকা লাগছে আমজনতার। মূল্যবৃদ্ধি ইস্যুতে উত্তাল সংসদের দুই কক্ষও। সাধারণ মানুষের উপর প্রতিদিনই চাপ বাড়ছে। এরই মধ্যে আবারও রেপো রেট বাড়িয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর আগে চার মাসে তিন বার বেড়েছে রেপো রেট। তাই মধ্যবিত্তের সংকট বাড়িয়ে ফের ইএমআই বাড়িয়ে দিতে পারে বেসরকারি ব্যাঙ্কগুলি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দশা বেহাল। জ্বালানি সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধিতে পকেট শূন্য হতে চলেছে আমজনতার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম